নয়াদিল্লি: ছবি মুক্তির আগে থেকেই অনুরাগীদের মনে ঝড় তুলেছিল 'জওয়ান' (Jawan)। এরপর ৭ সেপ্টেম্বরের ভোর। বিশ্বজুড়ে মুক্তি পেল শাহরুখ খানের (Shah Rukh Khan) চলতি বছরের দ্বিতীয় ছবি। বক্স অফিসে (Box Office Collection) তুফান! ঠিক ১ মাস হল ছবি মুক্তির এবং কোটি কোটি টাকা ঘরে তুলেছে এই ছবি, একাধিক রেকর্ড গড়েছে। বিশ্বের বক্স অফিসে ১১০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে অ্যাটলি (Atlee) পরিচালিত এই ছবি। 


বক্স অফিসে 'জওয়ান' ঝড়


শুরুর দিন থেকেই একের পর এক রেকর্ড ভেঙেছে, নতুন রেকর্ড গড়েছে শাহরুখ খান, নয়নতারা অভিনীত 'জওয়ান'। সেই ধারা বজায় রেখে বিশ্বের বাজারে ১১০০ কোটি টাকার গণ্ডি পার করল এই ছবি। আপাতত বক্স অফিসের গতি কমার কোনও চিহ্ন পাওয়া যাচ্ছে না এই ছবির।


গ্লোবাল বক্স অফিসেও ইতিহাস গড়েছে এই ছবি। এই প্রথম কোনও ভারতীয় ছবি বিশ্বের বক্স অফিসে ১১০০ কোটি টাকার গণ্ডি পার করল। ছবিটি ১১০৩.২৭ কোটি টাকার ব্যবসা করেছে। এছাড়া দেশের বক্স অফিসে এই ছবি ৭৩৩.৩৭ কোটি টাকা আয় করেছে ইতিমধ্যে। অর্থাৎ বিদেশে ৩৬৯.৯০ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি, এক মাসে। আমির খানের 'দঙ্গল' ছবিটি বিশ্বজুড়ে ২৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল যার একটা বড় অংশ এসেছিল চিন থেকে, এখনও তার ব্যবসা শীর্ষে রয়েছে। 


অ্যাটলি পরিচালিত 'জওয়ান', গৌরী খান ও গৌরব খন্না প্রযোজিত, 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' নিবেদিত ছবি। 'জওয়ান' ছবির এই বিপুল আয়ের কথা 'রেড চিলিজ'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে। 


 






আরও পড়ুন: Indrajeet Bose Exclusive: ছোটপর্দায় ১৪ বছরের দীর্ঘ কর্মজীবন, এবার 'চালচিত্র'র হাত ধরে বড়পর্দায় পা ইন্দ্রজিতের


এছাড়া ভারতেও দুর্দান্ত ব্যবসা করে চলেছে ছবিটি। দেশে ছবির হিন্দি সংস্করণ একাই ৫৬০.০৩ কোটি টাকার ব্যবসা করেছে অর্থাৎ খুব শীঘ্রই এই ছবি ৬০০ কোটির ঘরে প্রবেশ করবে। অন্যান্য ভাষা থেকে এই ছবি ৫৯.৮৯ কোটি টাকা আয় করেছে। বিশ্বজুড়ে এই ছবি হিন্দি, তামিল ও তেলুগুতে মুক্তি পেয়েছে ৭ সেপ্টেম্বর। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial