মুম্বই: মার্কিন মুলুকে পৌঁছে গেল লুঙ্গি ডান্স। এর আগে ভিন ডিজেলকে দীপিকা পাড়ুকোন লুঙ্গি ডান্স শিখিয়েছিলেন। সানফ্রান্সিকো চলচ্চিত্র উৎসবে এবার শাহরুখ খান তা শিখিয়ে দিলেন মার্কিনী চিত্র পরিচালক ব্রেট র‌্যাটনারকে।

সান ফ্রান্সিসকো চলচ্চিত্র উৎসবের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে শাহরুখকে সংবর্ধনা দেওয়া হয়। মঞ্চে এসআরকের সঙ্গে ছিলেন র‌্যাটনার। এই র‌্যাটনার রাশ আওয়ারের পরিচালক। ছবির সিকোয়েলে শাহরুখকে নিতে চেয়েছেন তিনি।




সেখানেই মঞ্চে দাঁড়িয়ে কিং খান তাঁকে শিখিয়ে দেন লুঙ্গি ডান্স। চেন্নাই এক্সপ্রেসের সুপারহিট এই গানটির রেকর্ড হাতের কাছে ছিল না ঠিকই কিন্তু শাহরুখকে কে কবে আটকাতে পেরেছে! মাইক নিয়ে তিনি গেয়ে ফেলেন কয়েক কলি, সঙ্গে সেই বিখ্যাত নাচ।