১১৭ বছর বয়সে মারা গেলেন বিশ্বের বয়স্কতমা নাগরিক এমা মোরানো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Apr 2017 10:33 AM (IST)
রোম: উনিশ শতক দেখেছিলেন তিনি। তিনিই ছিলেন পৃথিবীর শেষতম স্বীকৃতি পাওয়া মানুষ, যিনি উনিশ শতকে জন্মেছিলেন। ছিলেন উনিশ ও একুশ শতকের একমাত্র যোগসূত্র। দেখেছেন দু’দুটো বিশ্বযুদ্ধ, হিটলার, চার্চিল, মুসোলিনী। দেখেছেন রবীন্দ্রনাথের যুগ। বার্লিনের পাঁচিল তৈরি, সেই পাঁচিলের ভেঙে পড়া। সর্বশক্তিমান সোভিয়েত ইউনিয়ন, তারপর তাসের ঘরের মত ভেঙে পড়া খণ্ড খণ্ড রাষ্ট্র। ১১৭ বছরের সেই থুত্থুড়ে বুড়ি এমা মোরানো মারা গেলেন। ইতালির সংবাদপত্র জানিয়েছে, তাঁর জন্ম হয় ১৮৯৯ সালের ২৯ নভেম্বর। যে বর্বানিয়া শহরে এমা থাকতেন, সেখানকার মেয়র জানিয়েছেন এ কথা। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে উনিশ শতকের জীবন্ত ইতিহাসে যবনিকা পড়ে গেল।