নয়াদিল্লি: একদিকে যখন গোটা দেশে কাঁপছে 'জওয়ান' (Jawan) জ্বরে, তখন সেই পারদ আরও খানিক বাড়িয়ে দিয়েছে গুগল ইন্ডিয়া (Google India)। তাদের নতুন 'জওয়ান' স্পেশাল ডুডল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এবার গুগলকে ধন্যবাদ জানালেন খোদ বাদশাহ্ (Shah Rukh Khan)। 


'জওয়ান অন গুগল', ধন্যবাদজ্ঞাপন কিং খানের


'জওয়ান'কে উদযাপন করতে গোটা দেশের সঙ্গে সামিল গুগল ইন্ডিয়াও। তাদের নতুন কীর্তি। গুগলে যদি 'জওয়ান' বা 'এসআরকে' (SRK) লিখে সার্চ করা হয়, তাহলে স্ক্রিনের নিচে ভেসে উঠছে একটি ওয়াকিটকির আইকন। তাতে ক্লিক করলেই শোনা যাচ্ছে সেই চেনা কণ্ঠে 'রেডি' (Ready)! আর যদি ক্লিক করতেই থাকেন, তাহলে গোটা স্ক্রিন ঢাকবে ব্যান্ডেজে, একেবারে 'জওয়ান' লুকে। 


গুগল ইন্ডিয়ার তরফে এই নতুন ডুডলের কথা ট্যুইট করে জানানো হয়। সেই থেকে ট্রেন্ডিং 'জওয়ান অন গুগল'। এবার গুগলের এই 'এক্স' রিপোস্ট করে কিং খান ধন্যবাদ জানালেন, ক্যাপশনে সেই চিরপরিচিত বুদ্ধির ছোঁয়া। লিখলেন, 'জওয়ানকে গুগলেও খুঁজে নিন আর প্রেক্ষাগৃহেও খুঁজুন। এটা বেশ মজার... যখন এত ব্যান্ডেজ একসঙ্গে দেখছি কিন্তু আমার মুখে বাঁধতে হচ্ছে না সেগুলো!!!'


 






এদিন গুগল ইন্ডিয়ার অফিসিয়াল 'এক্স' হ্যান্ডল থেকে একটি পোস্ট করা হয়। সেখানে লেখা হয়েছে, 'বেকরার করকে হমে, ইউঁ না যাইয়ে, আপকো হমারি কসম, গুগল পর 'জওয়ান' সার্চ কর আইয়ে'। সেই সঙ্গে ধাপে ধাপে কীভাবে বদলে যাবে আপনার স্ক্রিনের 'লুক' সেই পদ্ধতিও বাতলে দেওয়া আছে।


আরও পড়ুন: 'Palan' Trailer Out: 'সমস্যা নয়, কেবল সময় বদলায়!' প্রকাশ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' ছবির ট্রেলার


ছবির দুরন্ত প্রথম দিনের পর বৃহস্পতিবারই 'এক্স' হ্যান্ডলে পোস্ট করে কিং খান বলেন, 'বাহ্! সময় বের করে প্রত্যককে, প্রত্যেক ফ্যান ক্লাবকে, এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে হবে যাঁরা এত আনন্দ সহকারে প্রেক্ষাগৃহে ভিতরে এবং বাইরে পৌঁছেছিলেন। অত্যন্ত অভিভূত, এবং এক দুদিনের মধ্যে আমি নিজেকে আগে সামলে নিই তারপর ফিরে এসে প্রয়োজনীয় যা তাই করব। উফ!!! 'জওয়ান'কে ভালবাসার জন্য আপনাদের ভালবাসা।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial