ছবির শ্যুটিং শুরু করার আগে আরিয়ানের জন্য কী করে যেতে চান শাহরুখ খান?

মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে সমস্ত ছবির শ্যুটিং স্থগিত রেখেছেন শাহরুখ খান। তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি একেবারেই।

Continues below advertisement

মুম্বই: গতমাসটা একেবারেই ভালো যায়নি শাহরুখ খান (Shahrukh Khan) এবং গৌরী খানের (Gauri Khan)। ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীর রেভ পার্টি থেকে মাদককাণ্ডে আটক হন কিং খানের বড় ছেলে আরিয়ান খান (Aryan Khan)। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এরপর জামিনের আবেদন নিয়ে চলে দীর্ঘ আইনি লড়াই। নিম্ন আদালতে বারবার জামিনে আবেদন খারিজ হয়ে যেতে থাকে আরিয়ানের। সেই সময় তাঁর আইনজীবীরা আবেদন করেন বম্বে হাইকোর্টে। আর বিভিন্ন শর্ত এবং ব্যক্তিগত ১ লক্ষ টাকার বন্ডে আরিয়ান খানের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট।

Continues below advertisement

মাদক মামলায় আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে সমস্ত ছবির শ্যুটিং স্থগিত রেখেছেন শাহরুখ খান। তাঁকে শেষবার দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি একেবারেই। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে শ্যুটিং শুরু করেছেন 'পাঠান' ছবির। এছাড়াও শাহরুখ খানের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। ছেলের গ্রেফতারির কারণে সমস্ত কিছুই স্থগিত রেখেছেন। শোনা যাচ্ছে, আর কয়েকদিন পরই আরিয়ান খানের জন্মদিন। ছেলের জন্মদিন কাটিয়েই শ্যুটিংয়ে ফিরবেন কিং খান। 

আরও পড়ুন - Vicky Kaushal: কেন ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে আসেন ভিকি কৌশল?

আরিয়ান খানের গ্রেফতারির পর থেকেই ছেলের জন্য একজন বিশ্বস্ত বডিগার্ড খুঁজছেন শাহরুখ খান। শোনা যাচ্ছে, সম্প্রতি তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, ছেলের জন্য নতুন বডিগার্ড তিনি রাখবেন না। বরং, তাঁর দীর্ঘদিনের বিশ্বস্ত বডিগার্ড রবি সিংহকেই ছেলের বডিগার্ডের দায়িত্ব দেবেন। আর নিজের জন্য় নতুন বডিগার্ড রাখবেন। কিং খানের ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে, 'নতুন কোনও বডিগার্ডের সঙ্গে আরিয়ানের মানিয়ে নিতে অসুবিধা হবে। অন্যদিকে রবি সিংহকে আরিয়ান অনেকদিন ধরেই চেনেন। শুধু তাই নয়, ওঁদের মধ্যে সম্পর্কটাও বেশ ভালো। আদালতের নির্দেশ অনুযায়ী আরিয়ানকে প্রতি শুক্রবার এনসিবি অফিসে হাজিরা দিতে যেতে হয়। এছাড়াও মাদক মামলায় তদন্তের কারণে ওঁর ডাক পড়ছে। ফলে শাহরুখ খান মনে করছেন যে, এই সময়ে আরিয়ানের জন্য নতুন বডিগার্ড রাখা উচিৎ হবে না। দীর্ঘদিনের পরিচিত এবং বিশ্বস্ত কাউকে রাখাই ঠিক হবে। তবেই তিনি বাইরে শ্যুটিংয়ের কাজে গিয়ে শান্তি পাবেন।'

প্রসঙ্গত, শাহরুখ খানের হাতে এখন একগুচ্ছ ছবির কাজ রয়েছে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'পাঠান' ছবির কাজ ছাড়াও, সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে তাঁকে ক্যামিও চরিত্রে দেখা যাবে।

Continues below advertisement
Sponsored Links by Taboola