মুম্বই: ভক্তদের উন্মাদনা তুঙ্গে। ‘উইমেন্স প্রিমিয়ার লিগ’-এর (Women's Premier League) দ্বিতীয় মরশুমের (second season) উদ্বোধনী অনুষ্ঠানে (Opening Ceremony) পারফর্ম করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান (Shah Rukh Khan)। আরও একাধিক বলিউড তারকাকে দেখা যাবে প্রথমদিনের অনুষ্ঠানে।
‘উইমেন্স প্রিমিয়ার লিগ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে কিং খানের পারফর্ম্যান্স
‘উইমেন্স প্রিমিয়ার লিগ’-এর দ্বিতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে একেবারে তারকাখচিত। বুধবার WPL-এর সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করা হয় যে এবারের উদ্বোধনী অনুষ্ঠানের তারকা পারফর্মার হিসেবে বেছে নেওয়া হয়েছে বলিউডের বেতাজ বাদশাহকে। WPL-এর এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখা হয়, ‘তৈরি হয়ে নাও বন্ধুরা, কারণ ক্রিকেট কা ক্যুইনডম উদযাপন করতে উপস্থিত থাকবেন শাহরুখ খান।’ টাটা উইমেন্স প্রিমিয়ার লিগ ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাওয়া যাবে জিও সিনেমায়। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে লাইভ টেলিকাস্ট হবে এদিনের অনুষ্ঠান, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।
এবারের WPL-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেবল শাহরুখ খান পারফর্ম করবেন এমন নয়। অনুষ্ঠানে অংশ নেবেন শাহিদ কপূর, কার্তিক আরিয়ান, বরুণ ধবন এবং টাইগার শ্রফ। উইমেন্স প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুম শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচ হবে গত বছরের দুই ফাইনালিস্ট দল মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামেই প্রথম ম্যাচ হবে। ১৭ মার্চ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। বেঙ্গালুরু ও দিল্লিতে হবে খেলা। ফাইনাল ম্যাচ হবে ১৭ মার্চ, নয়াদিল্লিতে। অন্যদিকে এলিমিনেটর ম্যাচ খেলা হবে ১৫ মার্চ। প্রত্যেক ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে।
২০২৩ সালের মার্চ মাসে মুম্বই ও নভি মুম্বইয়ে উইমেন্স প্রিমিয়ার লিগের প্রথম মরশুম অনুষ্ঠিত হয়। এই বছর সেই দায়িত্ব নিয়েছে নয়াদিল্লি ও বেঙ্গালুরু। ইউপি ওয়ারিয়ার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, গুজরাত জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স – এই পাঁচ দলের প্রত্যেক খেলোয়াড় তৈরি নিজেদের সেরাটা মাঠে প্রতিফলিত করার জন্য। কোন দলের হাতে ওঠে ট্রফি, কে পান সেরার শিরোপা, এসবই এবার জানতে পারা কেবল সময়ের অপেক্ষা।
WPL-এর ম্যাচের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও উত্তেজিত অনুরাগীরা। শাহরুখ খানকে দেখা যাবে মঞ্চ জয় করতে। অন্যদিকে, সম্প্রতি দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার শিরোপা পেয়েছেন কিং খান তাঁর 'জওয়ান' ছবির জন্য। ওই একই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নয়নতারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।