‘রইস’-এর প্রচারে মুম্বই থেকে ট্রেনে দিল্লি যাবেন শাহরুখ
Web Desk, ABP Ananda | 21 Jan 2017 07:57 PM (IST)
মুম্বই: ‘রইস’ ছবির প্রচারে মুম্বই থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে সফর করবেন বলিউড বাদশা শাহরুখ খান। এই ছবির প্রযোজক রীতেশ সিদ্ধবাণী বলেছেন, ‘আমাদের সবারই ট্রেনে চড়তে ভাল লাগে। অনেকদিন ট্রেনে চড়া হয়নি। সোমবারের এই সফর নিয়ে আমরা সবাই উত্তেজিত।’ বুধবার মুক্তি পেতে চলেছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। তার আগে সোমবার অগস্ত ক্রান্তি রাজধানী এক্সপ্রেসে শাহরুখের সঙ্গে ছবির অন্যান্য কলাকুশলীরাও থাকবেন। ট্রেনটি আন্ধেরি, বরিভালি, সুরাত, ভদোদরা, কোটা, মথুরা সহ কয়েকটি জায়গায় থামবে।