৩০ তারিখ হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতা। রশ্মিতা হরিমূর্তি ভারতের প্রতিনিধিত্ব করবেন। এ বছর বিশ্বসুন্দরী প্রতিযোগিতার বিচারক হবেন সুস্মিতা
ABP Ananda, Web Desk | 21 Jan 2017 05:15 PM (IST)
মুম্বই: ফের বিশ্বসুন্দরীর মঞ্চে সুস্মিতা সেন। ২৩ বছর আগে যে ফিলিপিনসের ম্যানিলায় সুন্দরীশ্রেষ্ঠার মুকুট পরেন ১৮ বছরের সুস্মিতা, সেখানেই ফিরছেন তিনি। তবে এবার আর প্রতিযোগী নন, থাকবেন বিচারক হিসেবে। সেদিনের ১৮-র সুস্মিতা আজ ৪১। ইনস্টাগ্রামে জানিয়েছেন, যে ম্যানিলা তাঁকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুশি।