নয়াদিল্লি: তিনি আক্ষরিক অর্থেই কিং খান (King Khan)। তা আরও একবার প্রমাণিত হয়েছে সদ্য মুক্তিপ্রাপ্ত 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবির দৌলতে। ছবির ট্রেলারেই আন্দাজ করেছিলেন অনুরাগীরা। উত্তেজনার পারদ চড়ছিল তখন থেকেই। এরপর ছবি মুক্তি পেতে দেখা গেল একেবারে শুরুর দিকে জমিয়ে রাজত্ব করছেন শাহরুখ খান। ফ্যানেদের উচ্ছ্বাস আর ধরে কে! ছবিতে তাঁকে স্বাভাবিকভাবেই অজস্র স্টান্ট করতে দেখা গেছে। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল তাঁর স্টান্টম্যানের সঙ্গে একটি ছবি।
ভাইরাল শাহরুখ ও তাঁর স্টান্ট ডবল
অয়ন মুখোপাধ্যায় পরিচালিত কল্প-বিজ্ঞান ঘরানার এই ছবিতে অস্ত্রভার্সের 'বানরাস্ত্র'র চরিত্রে দেখা যায় কিং খানকে। সিনেমায় তাঁর স্টান্ট ডবলের কাজ করেছিলেন স্টান্ট ম্যান হসিত সাভানি। তিনি সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে দুই জনকে এক ধরনের লম্বা কোটে দেখা যাচ্ছে। দুই জনের গায়ে 'রক্ত'। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'বলিউড ফিল্ম ব্রহ্মাস্ত্রে ক্যামিও সিকোয়েন্সের জন্য কিংবদন্তি শাহরুখ খানের স্টান্ট ডবল হতে পারা সত্যিই আনন্দের।'
ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যায়। শাহরুখ খানের অনুরাগীদের কমেন্টে ভরে যায় পোস্ট। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় শাহরুখ খানকে। মূল চরিত্রে ছিলেন রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন, মৌনী রায়, নাগার্জুন। ট্রেড অ্যানালিস্টদের রিপোর্ট অনুযায়ী, মুক্তি পাওয়ার মাত্র তিন দিনের মাথায় ১০০ কোটির বেশি টাকা আয় করে 'ব্রহ্মাস্ত্র'। এই বছরে প্রথম সপ্তাহের নিরিখে হিন্দি ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা এটি।
অন্যদিকে, 'বাজিগর' প্রায় ৪ বছর পর পর্দায় ফিরছেন। আগামী বছর একের পর এক তিন তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর। অ্যাকশন থ্রিলার 'পাঠান' যেখানে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামও রয়েছেন। তারপর রয়েছে রাজকুমার হিরানির সঙ্গে তাঁর প্রথম কাজ 'ডাঙ্কি'। আর তারপর অ্যাটলির পরিচালনায় মুক্তি পাবে 'জওয়ান'।