মুম্বই: তাঁদের দ্বৈরথ নিয়ে বি টাউনে গুঞ্জনের শেষ নেই। কেউ বলেন, তাঁদের মধ্যে নাকি বাক্যালাপ বন্ধ। কেউ আবার দুজনের প্রতিদ্বন্দ্বিতার একের পর এক মুচমুচে গল্প বলে যান অবলীলায়।

সেই শাহরুখ খান দৌড়ে এলেন আমির খানের আমন্ত্রণে। সেই সঙ্গে ছুড়ে ফেললেন দুজনের তিক্ত সম্পর্ক নিয়ে যাবতীয় জল্পনাকে।

এর আগে অনন্ত অম্বানির বিয়ের অনুষ্ঠানে এক মঞ্চে তিন খানকে দেখা গিয়েছিল। সেই সময় শাহরুখ, আমির ও সলমন - তিনজনই একে অন্যের সঙ্গে খুনসুটি করেছিলেন। তবে অনেকেই বলাবলি করেছিলেন, পুরোটাই চিত্রনাট্য মেনে করা। ভিতরে ভিতরে নাকি শৈত্য বইছে সম্পর্কে।

যদিও সব জল্পনা সরিয়ে রেখে আমির খানের আসন্ন ছবি 'সিতারে জমিন পর' (Sitaare Zameen Par)-এর কলাকুশলীদের সঙ্গে আড্ডা দিলেন শাহরুখ। সিতারে জমিন পর আমির খানের ২০০৭ সালের সুপারহিট সিনেমা 'তারে জমিন পর'-এর স্পিরিচুয়াল সিক্যুয়েল। 'সিতারে জমিন পর'-এর শুটিং বেশ মজাদার ছিল, কারণ ছবির সেটে বলিউড সুপারস্টার শাহরুখ খানও পৌঁছেছিলেন। সেখানে আমির খান তাঁকে জড়িয়ে ধরে স্বাগত জানিয়েছিলেন।

নির্মাতারা 'সিতারে জমিন পর'-এর সেট থেকে একটি হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, শাহরুখ খান হঠাৎ করে ছবির সেটে পৌঁছে সবাইকে চমকে দিয়েছেন। তাঁকে দেখে আমির খান এবং তাঁর সঙ্গে ছবির ১০ জন বিশেষভাবে সক্ষম শিল্পীরাও খুশিতে আত্মহারা হয়ে ওঠে।

শাহরুখ খান অভিনেতাদের সঙ্গে মজা করলেন'সিতারে জমিন পর'-এর সেটে পৌঁছে শাহরুখ খান ছবির তারকাদের সঙ্গে দেখা করেন। তিনি ছবির ১০ জন বিশেষভাবে সক্ষম অভিনেতাদের সঙ্গে অনেক মজা করেন, অন্যদিকে বিশেষভাবে সক্ষম শিশুরাও শাহরুখ খানের সঙ্গে দেখা করে আনন্দে আত্মহারা হয়ে যায়। কেউ তাঁর বিখ্যাত সংলাপগুলো বলেছে, আবার কেউ তাঁর সিগনেচার পোজে কিংগ খানের সঙ্গে ছবি তুলেছে। সবশেষে, সবাই মিলে একটি স্মরণীয় গ্রুপ ফটো ক্লিক করে, এমন একটি মুহূর্ত যা চিরকালের জন্য বিশেষ হয়ে রইল।

'সিতারে জমিন পর'-এর তারকা শিল্পী'সিতারে জমিন পর'-এর ট্রেলার ইতিমধ্যেই মুক্তি পেয়েছে। ট্রেলার এবং ছবির গানগুলি দর্শকদের মধ্যে ছবিটিকে নিয়ে উন্মাদনা তৈরি করেছে। ছবিতে আমির খানকে একজন বাস্কেটবল কোচের ভূমিকায় দেখা যাবে, যিনি ১০ জন বিশেষভাবে সক্ষম শিশুকে প্রশিক্ষণ দেবেন। সুপারস্টারের সঙ্গে জেনেলিয়া দেশমুখকে দেখা যাবে, এছাড়াও ১০ জন উদীয়মান তারকা আরুষ দত্ত, গোপী কৃষ্ণ বর্মা, সম্বিত দেশাই, বেদান্ত শর্মা, আয়ুষ ভংশালী, আশিষ পেন্ডসে, ঋষি শাহানি, ঋষভ জৈন, নমন মিশ্র এবং সিমরান মঙ্গেশকার ছবির গুরুত্বপূর্ণ অংশ।

কবে মুক্তি পাবে 'সিতারে জমিন পর'?'সিতারে জমিন পর' আর. এস. প্রসন্ন আমির খানের প্রোডাকশন হাউসের ব্যানারে পরিচালনা করেছেন। ছবির গান লিখেছেন অমিতাভ ভট্টাচার্য এবং সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর-এহসান-লয়। এর চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। এই ছবিটি আমির খান ছাড়াও অপর্ণা পুরোহিত রবি ভাগচাঁদকার-এর সঙ্গে প্রযোজনা করেছেন। 'সিতারে জমিন পর' ২০ জুন ২০২৫-এ সিনেমা হলে মুক্তি পাবে।