মুম্বই : 'পরের প্রোডাকশনে প্লিজ আমাকে সই করিও। কথা দিচ্ছি একদম সময়ে শুটে পৌঁছে যাব, পেশাদার থাকব।' সোশ্যাল মিডিয়ায় এই আর্জি অন্য কারোর নয়, করেছেন বলিউডের বাদশা। শাহরুখ খান ট্যুইটারে এই বার্তার পাশাপাশি আদরের ঢঙয়ে 'প্রিয় ছোট্ট'  শব্দবন্ধও জুড়েছেন। আর বাদশার যে মশকরায় হেসে লুটোপুটি নেটিজেনরা।


অভিনেত্রী আলিয়া ভট্ট শনিবার ট্যুইটারে একটি ছবি পোস্ট করেন। শুটিংয়ের যে ছবি দিয়ে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে পথচলা শুরু করার খবরও ভাগ করে নেন ভক্তদের সঙ্গে। আর আলিয়ার যে পোস্টটিকেই রিট্যুইট করে মজার ছলে তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন কিং খান। শাহরুখের যে বার্তা পেয়ে প্রযোজক আলিয়াও জানিয়ে দেন কাজ পাকা। শাহরুখের ট্যুইটি রিট্যুইট করে আলিয়া লেখেন, 'হাহা, এর বেশি আর কীই বা চাইতে পারি। ডিল ডান। সই করলাম। লাভ ইউ মাই ফেভারিট।'


দিনের শুরুতে আলিয়া তাঁর ট্যুইটে লেখেন, 'ডার্লিংসের প্রথম দিন। প্রযোজক হিসেবে আমার প্রথম দিন। তবে প্রযোজনার আগেও আমার পরিচয় অভিনেতা হিসেবেই। এখনও যে প্রত্যেক টেকের আগে একইরকম নার্ভাস থাকে। জানি না ঠিক কেন এখনও প্রত্যেকবার নার্ভাস হই। নতুন কাজ শুরুর আগে সারারাত সিনেমাটা নিয়েই ভাবনাচিন্তা চলতে থাকে।'



লেখার সঙ্গে শুটিংয়ের মেক আপে রুমে শট দিতে যাওয়ার আগের প্রস্তুতিপর্বের ছবিও পোস্ট করেন অভিনেত্রী। যে ছবিতে ধরা পড়েছে, কোভিড প্রোটোকল মেনে মাস্ক পরে যেখানে তাঁর হেয়ার স্টাইলিস্ট শটের জন্য রেডি করছেন আলিয়া। আর অভিনেত্রী আলিয়ার প্রযোজক হয়ে ওঠার দিনে তাঁর নার্ভাসনেশ কমাতেই আসরে নামেন কিং খান। যে উৎসাহ ও অভিনন্দন আলিয়াকে যে অনেকটাই খুশি করেছে, সেটাও পরিষ্কার। এদিকে, প্রযোজন হিসেবে তাঁর প্রথম সিনেমা 'ডার্লিংস'-এর জন্য ভক্তদের কাছে শুভকামনার প্রত্যাশাও রেখেছেন আলিয়া। সহ অভিনেতা বিজয় বর্মা, শেফালি শাহ ও রোশন ম্যাথুর তালে তাল মিলিয়ে যাতে কাজ করতে পারেন তার জন্য ভক্তদের প্রার্থনা করার বার্তাও দিয়েছেন।