কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) ও ফারহা খান (Farha Khan)-এর বন্ধুত্ব বলিউডে বেশ চর্চিত। এই বন্ধুত্ব অবশ্য যেমন খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, তেমনই হাতে হাত রেখে দর্শকদের উপহার দিয়েছে দারুণ সমস্ত ছবিও। সদ্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একটি ভিডিও। সেখানে ফারহাকে স্মৃতিচারণ করতে শোনা গেল, কীভাবে তাঁর কঠিন সময়ে বন্ধুর মতো, এমনকি মনোবিদের মতো পাশে থেকেছিলেন শাহরুখ খান। 


সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি প্রকাশ্যে এসেছে, সেখানে একটি বিশেষ ঘটনার কথা তুলে ধরেছেন ফারহা। খুব অল্প বয়সে বাবা মারা যান ফারহার। সেসময়ে অসম্ভব মনোকষ্টে থাকতেন ফারহা। তিনি মনে করতেন, তাঁর বাবা চলে গিয়েও যেন শাহরুখকে রেখে গিয়েছেন ফারহার দেখাশোনা করার জন্য। আর ফারহার মতে, সত্যিই সেই দায়িত্ব পালন করেছিলেন শাহরুখ। 


একটি ঘটনার কথা বলতে গিয়ে ফারহা বলেন, একদিন নাকি শ্যুটিং করছিলেন শাহরুখ, তখন তাঁকে ফোন করেন ফারহা। ফোনের ওপারে বাবার কথা বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন ফারহা। ভুলেই গিয়েছিলেন শাহরুখের শ্যুটিংয়ের কথা। আধ ঘণ্টা এভাবে চলার পরে, হঠাৎ ফারহার দরজার টোকা। খুলে দেখে, শাহরুখ খোদ দাঁড়িয়ে। বন্ধুর মনখারাপ কমাতে সেদিন মাঝপথে শ্যুটিং ছেড়ে চলে এসেছিলেন শাহরুখ। তারপরে নাকি অনেকক্ষণ বসে গল্প করেছিলেন ফারহার সঙ্গে। আর সেটাই নাকি ফারহার জীবনের  অন্যতম শ্রেষ্ঠ ওষুধের মতো কাজ করেছিল।


শাহরুখ চিরকালই এমনভাবে পাশে থেকেছেন তাঁর বন্ধুদের, পরিচয় দিয়েছেন তাঁর বড় মানসিকতার। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে, শাহরুখকে নিয়ে একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন কাজল। শাহরুখ সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'শাহরুখ খুব সীমিত সংখ্যক মানুষদের মধ্যে একজন যে অনেকটা আগে থেকেই বুঝেছিলেন পর্দায় তিনি কী প্রভাব বিস্তার করতে পারেন, কীভাবে মানুষ তাকে দেখতে চায় আর ভবিষ্যতে সে কী হতে পারে? ঠিক এই সমস্তদিক মাথায় রেখেই নিজের জীবনধারা নির্বাচন করত শাহরুখ।'


নিজের একটি অভিজ্ঞতার কথাও ভাগ করে নিয়েছেন কাজল। তিনি বলছেন, 'একবার, শাহরুখের জন্মদিনের আগে আমি বলেছিলাম, ওর বাড়িতে যাব ওর সঙ্গে দেখা করতে। শাহরুখ উত্তর দিয়েছিল, 'অবশ্যই, যে কোনওদিন এসো, কিন্তু জন্মদিনে নয়। আমার মনে হয় জন্মদিনটা আমার বাড়িতে আসার জন্য সঠিক সময় নয়।' আমি প্রশ্ন করেছিলাম, 'কেন?' উত্তরে শাহরুখ বলেছিল, 'ওইদিনটা আমায় বাইরে বেরোতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করতে হয়, অনেক সাক্ষাৎকার থাকে। দিনের শেষে... আমার জন্মদিনটা আর আমার থাকে না। ওই দিনটা সেই সমস্ত মানুষের জন্য হয়ে যায়, যারা আমায় ভালবাসেন। যাদের জন্য আমি আজ এই জায়গায় এসেছি।'


আরও পড়ুন: Food Facts: তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?


আরও পড়ুন: Weight Loss Diet: ওজন কমানোর জন্য কোন ডাল সবচেয়ে স্বাস্থ্যকর?


 


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial