মুম্বই: ভারতের বাণিজ্যনগরী মুম্বইয়ে মন্নত ছাড়াও দেশে-বিদেশে বহু জায়গায় যে বলিউড বাদশা শাহরুখ খানের সম্পত্তি রয়েছে সেকথা কারও অজানা নয়। এবার শাহরুখের দুবাইয়ের প্রাসাদপম ভিলার জন্যে ভারতে আয়কর আধিকারিকদের নজরে শাহরুখ। শোনা যাচ্ছে, শাহরুখকে তাঁর দুবাইয়ের এই ভিলার জন্যে এদেশে কর দিতে হবে।
প্রসঙ্গত, ভারতের আয়কর আইনে নতুন একটি নিয়ম চালু হয়েছে। আয়কর অ্যাপেলেট ট্রাইবুন্যাল অনুযায়ী যেকোনও ভারতীয় যাঁর দেশের বাইরে সম্পত্তি রয়েছে, তাঁকে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়, সেই সংক্রান্ত তথ্য দাখিল করতে হবে এবং তারজন্যে কর জমা দিতে হবে ভারতে। কিন্তু আগের নিয়মে ভারত-আরব আমিরশাহী চুক্তি অনুযায়ী সে দেশে সম্পত্তি থাকলে, সেখানেই কর দিতে হত। এবং এই চুক্তি অনুসারে সেদেশে আগে কর জমা দিয়েছেনও শাহরুখ। এবার সেই নিয়মই খারিজ করে নয়া নিয়ম চালু করেছে আইটিএটি।
শাহরুখের দুবাইয়ের প্রাসাদের জন্যে আয়কর দিতে হবে ভারতে!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Mar 2017 01:13 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -