কলকাতা: মনখারাপের খবরটা এসেছিল সোমবার দুপুরবেলা। অসুস্থতা... সংকটজনক পরিস্থিতি.. সবকিছুর শেষে আর শেষরক্ষা হল না। ৯০ বছরের জন্মদিনের আগেই প্রয়াত হলেন কিংবদন্তি। চিরবিদায় নিলেন বলিউডের 'হি-ম্যান'। ধর্মেন্দ্র (Dharmendra)। খবরটা শোনার পর থেকেই বিনোদন দুনিয়ার আকাশে মনখারাপের কালো মেঘ। অনুরাগী থেকে শুরু করে বলিউডের অভিনেতা অভিনেত্রীরা। তবে অনুরাগীরা দেখতে পাননি অভিনেতাকে। কার্যত অলক্ষ্যেই শেষ হয়ে যায় তাঁর শেষকৃত্য।
সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় মনখারাপের বার্তার ভিড়। প্রত্যেকেই অভিনেতার সঙ্গে বিভিন্ন মুহূর্ত শেয়ার করে নিয়েছেন। তবে দিন শেষে, সোশ্যাল মিডিয়ায় একটি মনখারাপি বার্তা শেয়ার করে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। ধর্মেন্দ্রর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন শাহরুখ। লিখেছেন, 'শান্তিতে ঘুমান ধরমজী। আপনি আমার কাছে বাবার থেকে কম কিছু ছিলেন না। আমায় আপনি চিরকার যেভাবে যেমন করে ভালবেসে এসেছেন, যেমন করে আশীর্বাদ করে এসেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মৃত্যু শুধু আমার ব্যক্তিগত ক্ষতি নয়, এই ফিল্ম ইন্ডাস্ট্রির, গোটা পৃথিবীতে যত সিনেমা ভালবাসে এমন মানুষ রয়েছেন.. তাঁদের সবার ক্ষতি। আপনি অমর.. আপনার আত্মা চিরকাল সিনেমায় রয়ে যাবে। আমাদের মধ্যে। চিরকালের মতো.. আপনাকে ভালবাসি।'
অন্যদিকে, যিনি জয় করে নিয়েছেন হাজার হাজার মানুষের মন.. তাঁকে শেষযাত্রায় দেখতে পেলেন না অনুরাগীরা! আজ দুপুরের দিকেই ছড়িয়ে পড়েছিল খবরটা। মানুষ যেন প্রথমটা বিশ্বাসই করতে পারেননি, কিন্তু সত্যিটা মানতেই হয়েছিল। জন্মদিনের মাত্র কয়েকটা দিন আগেই নিজের বাসভবনে প্রয়াত হলেন বর্ষীয়ান কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dhanmendra)। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৮৯ বছর। ডিসেম্বর মাসের শুরুতেই ৯০ বছরে পা রাখার কথা ছিল তাঁর। সেই মতো পরিবারে চলছিল জন্মদিনের উদযাপনের তোড়জোড় ও। কিন্তু তার আগেই নিভে গেল কিংবদন্তির জীবনদীপ। আর অভিনেতার শেষকৃত্য নিয়ে ক্ষোভ দেখা গেল অনুরাগীদের মধ্যে।
অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে, যে শিল্পী বছরের পর বছর ধরে মানুষের মনোরঞ্জন করে গিয়েছেন, তাঁর শেষকৃত্যে এত গোপনীয়তা কেন? অনেকে আবার কটাক্ষ করে বলেছেন যে, ধর্মেন্দ্রজীর শেষকৃত্যে এত তাড়াহুড়ো দেখে মনে হচ্ছে, পরিবারের সবাই যেন এই দিনটার জন্য়ই অপেক্ষা করছিলেন। অভিনেতাকে হারিয়ে অবশ্য শোকস্তব্ধ টলিউড থেকে বলিউড। প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের নিজের আবেগের কথা লিখেছেন।