কলকাতা: প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। অভিনেতা অসুস্থ ছিলেন দীর্ঘদিন, বেশ কিছুদিন হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল তাঁকে। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন ধর্মেন্দ্র, অনুরাগীরাও স্বস্তি পেয়েছিলেন। তবে শেষরক্ষা হল না। ৮ ডিসেম্বরই ছিল অভিনেতার জন্মদিন, এই বছর ৯০ বছরে পা দেওয়ার কথা ছিল অভিনেতার। তবে তা আর হল না। জন্মদিনের মাত্র কয়েকটা দিন আগেই প্রয়াত হলে কিংবদন্তি অভিনেতা। ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকস্তবদ্ধ গোটা ইন্ডাস্ট্রি। শুধু বলিউড নয়, টলিউডেও সেই একই মনখারাপের ছোঁয়া।

Continues below advertisement

মুম্বইতেই দেখা হয়েছিল ধর্মেন্দ্রর সঙ্গে, সোশ্যাল মিডিয়ায় সেই অভিজ্ঞতার কথা লিখলেন, পরিচালক অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্র অল্পবয়সের একটি ছবি শেয়ার করে নিয়েছেন শিবপ্রসাদ। তিনি লিখেছেন, 'বছর চারেক আগে, মুম্বইতে ওঁর বাংলোতে প্রথম সামনাসামনি দেখা হয়েছিল ধরমজীর সাথে। উনি "পোস্ত" দেখেছিলেন, ও ওনার ভালোলাগার কথা জানিয়েছিলেন । কথামতো সকালবেলা পৌঁছেছিলাম ওঁর বাড়িতে। দেখা হয়েছিল সানি দেওলের সঙ্গেও। লস্যি সহযোগে খুব সাধারণ, ঘরোয়া একটি সকালের আড্ডা, কিন্তু তার মাঝেই এমন এক গভীর বোধ তিনি আমার মনে তৈরি করে দিয়েছিলেন, যা আজও ভুলতে পারিনি।'

শিবপ্রসাদ আরও লিখছেন, 'এক কথার সূত্রে হঠাৎ তিনি বলেছিলেন— বেটা, 'Stars' stars hotein hai, 'craze' craze hota hai. Craze temporary hai, par star ke liye audience ka pyaar rehta hai… aur woh pyaar permanent hota hai'। কেমন সহজ কথা — কিন্তু সিনেমার জন্য কত বড় সত্য! ক্রেজ ক্ষণস্থায়ী কিন্তু দর্শকের ভালবাসা যে চিরস্থায়ী। আজ যখন তিনি অনন্তের পথে পা বাড়ালেন, সেই কথাটাই বারবার মনে পড়ছে।প্রিয় স্টার, আমাদের ভালবাসায় আপনি বেঁচে থাকবেন — আজ, আগামীকাল, চিরকাল।'

Continues below advertisement

১৯৬০ সালে বলিউডে ডেবিউ করেন ধর্মেন্দ্র। তাঁর প্রথম সিনেমা 'দিল ভি তেরা হাম ভি তেরে'। ছয় দশক ধরে মাতিয়ে রেখেছেন চলচ্চিত্রপ্রেমী মানুষের মন। একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন। 'শোলে' থেকে 'ইয়াদোঁ কি বারাত', 'ফুল অউর পাত্থর' থেকে 'চুপকে চুপকে', 'রাম বলরাম'-থেকে হালফিলের 'রকি অউর রানি কি প্রেম কহানি', মুগ্ধ করেছেন তিনি। বহু ছবিতে অনবদ্য অভিনয়ে দাগ কেটেছেন দর্শকদের মনে। আগামী ডিসেম্বরে মুক্তির পাবে ধর্মেন্দ্র অভিনীত শেষ ছবি 'ইক্কিস'। কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কহানি'-তেও নজর কেড়েছিল তাঁর অভিনয়।