বলিউডের তিন খান ও হৃত্বিকের এই সিনেমাগুলি মনোনীত হয়েও জাতীয় পুরস্কার পায়নি
তিন খান ছাড়াও হৃত্বিক রোশনও এই পুরস্কার এখনও পাননি। যদিও তাঁর ‘গুজারিশ’, ‘যোধা আকবর’, ‘কোই মিল গয়া’ সিনেমা এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসলমনের ‘ফির মিলেঙ্গে’ ও ‘বজরঙ্গি ভাইজান’ জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। কিন্তু দুবারই পুরস্কার পাননি তিনি।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমিরও এখনও তাঁর কোনও সিনেমার জন্য জাতীয় পুরস্কার পাননি। তাঁর ‘লগান’, ‘দঙ্গল’, ‘সরফারোশ’-এর মতো সিনেমা জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত পুরস্কার মেলেনি।
শাহরুখের দুটি সিনেমা- ২০০৫-এ ‘স্বদেশ’ ও ২০০৭-এর ‘চক দে ইন্ডিয়া’ জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল। দুবারই পুরস্কার পাননি শাহরুখ। ২০০৫-এ ‘হম তুম’ সিনেমার জন্য জাতীয় পুরস্কার দেওয়া হয়েছিল সইফ আলি খানকে।
২৪ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কিন্তু বলিউডের তিন খান অভিনেতা সলমন, শাহরুখ, আমির বেশ কয়েরবারই জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েও শেষপর্যন্ত তা পাননি। দেখে নেওয়া যাক, তিন খান অভিনেতা এবং হৃত্বিক রোশনে কোন কোন সিনেমা জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -