মুম্বই: তিনি ছিলেন না। ছিলেন তাঁর দুই প্রাক্তন। কিন্তু তাঁদের সম্পর্ক এতটাই খারাপ যে মুখোমুখি হলেও কোনও শব্দ বিনিময় হল না। হ্যাঁ, রণবীর কপূরের দুই এক্স গার্লফ্রেন্ড দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফের কথা হচ্ছে। আলিবাগে শাহরুখ খানের জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন দুজনেই। কিন্তু কোনও কথা হল না।
এসআরকের জন্মদিনে আলিবাগের বাংলোয় হাজির ছিলেন বহু সেলিব্রিটি। কিন্তু সকলের নজর ছিল দীপিকা-ক্যাটরিনার দিকে। পরিষ্কার বোঝা যাচ্ছিল, পরস্পরকে এড়াতে সচেতন ছিলেন তাঁরা। দুজনেই দুই কোণে আলাদা আলাদা লোকজনের সঙ্গে গল্পগাছায় ব্যস্ত ছিলেন। কিন্তু আলিয়া ভট্ট, সিদ্ধার্থ মালহোত্রা সহ কয়েকজন আবার দুই নায়িকারই ঘনিষ্ঠ। তাঁরা দুজনের মধ্যে ঘুরছিলেন শাটল ককের মত, যাতে একজনের মনে না হয়, তাঁকে সময় কম দেওয়া হচ্ছে।
অদ্ভূত, না? এই দুই নায়িকার কারও জীবনেই আজ আর রণবীর নেই। কিন্তু তাঁদের ঠাণ্ডা লড়াই এখনও অব্যাহত।
শাহরুখ খানের জন্মদিন, দীপিকা-ক্যাটরিনা দুজনেই ছিলেন, কথা হল না একটিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Nov 2017 09:36 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -