মুম্বই: বেশ কয়েক মাস হয়ে গিয়েছে মাদক কাণ্ডে ক্লিন চিট পেয়েছেন শাহরুখ পুত্র আরিয়ান খান। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী দলের পক্ষ থেকে জানান হয়েছে যে, ক্রুজ কর্ডেলিয়া থেকে মাদক কাণ্ডে আরিয়ানকে গ্রেফতারের ঘটনায় তদন্তে অনেক গাফিলতি ছিল। পাশাপাশি শাহরুখ পুত্রের কাছ থেকে কোনও প্রকার মাদক পাওয়া যায়নি। তবে, ফের একবার আদালতের দ্বারস্থ হতে হল আরিয়ান খানকে।


আরিয়ান খানের মাদক কাণ্ড-


গত বছর অক্টোবরে কর্ডেলিয়া নামে এক প্রমোদতরী থেকে আরিয়ান খানকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। জিজ্ঞাসাবাদের পর স্টার কিডকে গ্রেফতারও করা হয়। এরপর জামিন পাওয়ার জন্য চলে দীর্ঘ আইনি লড়াই। আইনি জটিলতার কারণে জামিন না মেলায় প্রায় একমাস জেলে কাটাতে হয় শাহরুখ পুত্রকে। এক মাস পর বেশ কিছু শর্তে জামিন পান তিনি। 


আরও পড়ুন - Mir: 'গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর', কেন 'কষ্ট হচ্ছে' মীরের?


ফের আদালতের দ্বারস্থ আরিয়ান খান-


সম্প্রতি যে খবর পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে, মাদক কাণ্ডে ক্লিন চিট পাওয়ার পর ফের আদালতের দ্বারস্থ হয়েছেন আরিয়ান খান। তবে, এবার আর নতুন কোনও মামলার জন্য নয়। মাদক কাণ্ডে জামিন পাওয়ার সময়ে তাঁকে তাঁর পাসপোর্টটি জমা রাখতে হয়েছিল। সেটিই ফেরত পাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গতকাল অর্থাৎ ৩০ জুন আরিয়ান খান স্পেশাল কোর্টে পারপোর্ট ফেরত চেয়ে আবেদন জানিয়েছেন। তাঁর আইনজীবী অমিত দেশাই এবং রঘুল আগরওয়াল তাঁর হয়ে আদালতে আবেদন পেশ করেছেন। জানা যাচ্ছে, আগামী ১৩ জুলাই এই সংক্রান্ত বিষয়ে শুনানি রয়েছে। 


প্রসঙ্গত, মাদক কাণ্ডে গ্রেফতারির পর মুম্বইয়ের আর্থার রোড জেলে এক মাস কাটাতে হয় আরিয়ান খানকে। পরবর্তীকালে ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। এছাড়াও জামিনের শর্ত হিসেবে আরিয়ান খানের পাসপোর্ট জমা রাখা হয়। প্রতি সপ্তাহে একদিন করে হাজিরার নির্দেশও ছিল তাঁর।