কলকাতা: রেডিওর সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের। আকাশবাণী থেকে রেডিও মির্চি, একাধিক জায়গায় কাজ করেছেন। পরবর্তীকালে ছোট পর্দায় সংবাদ পরিবেশক থেকে সঞ্চালক। কিংবা বড় পর্দায় মুখ্য চরিত্রে অভিনয়। সব মাধ্যমেই অত্যন্ত সাবলীল তিনি। হ্যাঁ। ঠিকই ধরেছেন। বলা হচ্ছে মীর আফসার আলির (Mir Afsar Ali) কথা। বা সকলের প্রিয় মীরের (Mir) কথা। আজ তাঁর মনটা বেশ খারাপ। সকাল সকাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট শেয়ার করে নিজের মনের কষ্টের কথা জানালেন। অবশ্যই একেবারে নিজস্ব কায়দায়। যা দেখে অনুরাগীরা তাঁর উদ্দেশে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কিন্তু মীর তার এখনও জবাব দেননি।


মির্চি ছাড়লেন মীর?


এদিন মীর আফসার আলি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছেন। ছবিটি আকাশবাণীতে তাঁর প্রথমদিনের। ছবি পোস্ট করে মীর লিখেছেন, '৬ অগাস্ট ১৯৯৪ থেকে ৩০ জুন ২০২২। বেতার তরঙ্গের জগতে সক্রিয় থাকা ২৭ বছর। এই ছবিটা আকাশবাণীতে প্রথম দিনের। ৬ই অগাস্ট ৯৪... টাইমস এফএম। আমায় শোনার জন্য সবাইকে ভালোবাসা ও ধন্যবাদ। তবে, মির্চি ছেড়েছি। রেডিও নয়। কষ্ট হচ্ছে। একটু ওই ৯৮.৩% মতন। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর।' মীরের পোস্ট দেখে এটা আন্দাজ করা যাচ্ছে যে, তিনি মির্চি ছেড়েছেন। পোস্টে হাসির ইমোজি ব্যবহার করলেও মির্চির (Radio Mirchi) সঙ্গে মীরের এত বছরের সম্পর্ক শেষ হওয়ায় তাঁর যে কষ্টও হচ্ছে, তা খানিকটা আন্দাজ করা যাচ্ছে।



আরও পড়ুন - Ek Villain Returns: দিশার সঙ্গে 'এক ভিলেন রিটার্নস'-এ কাজের অভিজ্ঞতা কেমন? স্পষ্ট জানালেন জন


মীরের এই পোস্টের পর থেকে অনুরাগীরা তাঁকে একাধিক প্রশ্ন করেছেন যে, তাঁর গলায় 'সান ডে সাসপেন্স' কি আর শোনা যাবে না? কোনও নেট নাগরিক লিখেছেন, 'মীর ছাড়া মির্চি... ভাবাই যায় না।' কেউ আবার লিখেছেন, 'মীর আপনি কি সান ডে সাসপেন্স করবেন না?' যদিও এর কোনও প্রশ্নেরই উত্তর মীর দেননি এখনও পর্যন্ত। প্রসঙ্গত, প্রতি রবিবার রেডিও মির্চিতে মীরের উল্লেখযোগ্য অনুষ্ঠান 'সান ডে সাসপেন্স'। লক্ষ লক্ষ মানুষ সেই অনুষ্ঠানের অনুরাগী। তাই স্বাভাবিকভাবেই মীরের মির্চি ছাড়ার পোস্টের পরই অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছে সান ডে সাসপেন্সকে কেন্দ্র করে।