মুম্বই : চলতি মাসের শুরুর দিকেই মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে আরিয়ান খান (Aryan Khan)। মুম্বই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে রেভ পার্টি চলাকালীন সেখান থেকেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে আটক হন শাহরুখ-তনয়। এরপর জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে এনসিবি। বর্তমানে আরিয়ান খানকে রাখা হয়েছে আর্থার রোড জেলে। বারংবার জামিনের আবেদনের পরও তা মঞ্জুর হয়নি। ফলে স্বাভাবিকভাবেই আরিয়ানের খানের ঘটনার প্রভাব পড়েছে শাহরুখ খানের ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও। 


আরও পড়ুন - Defamation Suit Case : শার্লিন চোপড়ার বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা দায়ের রাজ-শিল্পার


মাদক মামলায় আরিয়ান খানের গ্রেফতারি এবং বারংবার জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার ফলে শাহরুখ খানও তাঁর পেশাগত জীবনে একের এক ছবির শ্যুটিং পিছিয়ে দিচ্ছেন। শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১৮-তে 'জিরো' ছবিতে। ছবিটি বক্স অফিস কালেকশনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়ার পর থেকে আর বড় পর্দায় দেখা যায়নি বাদশাকে। সম্প্রতি দীপিকা পাড়ুকোনের সঙ্গে জুটি বেঁধে শুরু করেছিলেন 'পাঠান' ছবির শ্যুটিং। কথা ছিল তাঁরা শ্যুটিংয়ের জন্য উড়ে যাবেন স্পেনের মায়িরকা দ্বীপে। কিন্তু সেই সময়ই আরিয়ান খান গ্রেফতার হওয়ায় তা পিছিয়ে দেন কিং খান। এছাড়াও অ্যাটলির পরবর্তী ছবির শ্যুটিং করার কথা ছিল শাহরুখ খানের। কিন্তু ছেলের মাদক মামলায় গ্রেফতারি তাঁকে সমস্ত কিছুই পিছিয়ে দিতে হচ্ছে। কবে তিনি আবার সেটে ফিরবেন, তার খবর এখনই দিতে পারছেন না কেউ। 


আরও পড়ুন - Dia Mirza in Bollywood: বলিউডে দু'দশক কাটিয়ে ফেললেন দিয়া মির্জা, কোন ছবি দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার?


শুধু শাহরুখ খানেরই নয়, আরিয়ান খানের গ্রেফতারির প্রভাব পড়েছে সলমন খানের উপরও। শাহরুখ খানের 'পাঠান' এবং সলমন খানের 'টাইগার থ্রি' দুটো ছবিই প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস। দুটো ছবির মধ্যে গভীর যোগাযোগও রয়েছে। শোনা গিয়েছে, 'পাঠান' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানকে। আর 'টাইগার থ্রি' ছবিতে বিশেষ চরিত্রে দেখা যাবে কিং খানকে। বলিউড বাদশার এই কঠিন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেম সলমন খানও। আরিয়ান খানের গ্রেফতারির পর একাধিকবার শাহরুখ খানের সঙ্গে দেখা করতে দেখা গিয়েছে ভাইজানকে। তাছাড়া, এই মুহূর্তে 'বিগ বস' নিয়েও ব্যস্ত রয়েছেন সলমন। থাই আটকে রয়েছে তাঁর 'টাইগার থ্রি'-র শ্যুটিংও। কবে এই সমস্ত ছবির শ্যুটিং ফের শুরু হবে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।