মুম্বই: বলি-প্রেমীদের জন্য সুখবর। আইফা-র পুরস্কার বিতরণী মঞ্চে এবার একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও সলমন খানকে। ৪ তারিখ মুম্বইতে হবে এই অনুষ্ঠান।

জানা গেছে, এই অনুষ্ঠানে নানা ধরনের মজাদার কাজকর্ম করবেন এই দুই সুপারহিট নায়ক। শাহরুখের উইট আর চার্মের পাশাপাশি সলমনের দুর্দান্ত কমিক টাইমিং মাতিয়ে রাখবে ফ্যানেদের।

শাহরুখ আর অনুষ্কা শর্মার নয়া ছবির ফার্স্ট লুক উন্মোচন করেছেন সলমন। তারপরেই প্রকাশ্যে এসেছে এই খবর।

সলমন টুইট করেন




জবাবে অনুষ্কা বলেন



আর এসআরকে-র উত্তর



'ডিয়ার জিন্দেগি'-তে শাহরুখের সঙ্গে এক পর্দায় দেখা গেছে আলিয়া ভট্টকে। উত্তেজিত আলিয়া লেখেন



শেষ পর্যন্ত অনুষ্কার টুইট