নয়াদিল্লি: সঞ্জয় দত্তর বায়োপিক ‘সঞ্জু’ দর্শকদের ব্যাপক পছন্দ হয়েছে। মুক্তি পাওয়ার ১৬ দিন পরেও দর্শকদের সিনেমাটি নিয়ে আগ্রহ কমেনি। সিনেমার ব্যবসায়িক সাফল্য চলছেই আর এক্ষেত্রে নিত্য নতুন রেকর্ড গড়ছে। তৃতীয় সপ্তাহান্তে ‘সঞ্জু’র আয় ২১ কোটি টাকা। এই নিয়ে দেশের বক্স অফিসে এখনও পর্যন্ত ৩১৬.৬৪ কোটি টাকার ব্যবসা করল সিনেমাটি।
চলতি বছরে সবচেয়ে বেশি ব্যবসার নিরিখে ‘পদ্মাবত’কে পিছনে ফেলেছে সঞ্জু।
সব মিলিয়ে বলিউডে সবচেয়ে বেশি ব্যবসায়িক সাফল্যের তালিকায় পঞ্চম স্থানে উঠে এল ‘সঞ্জু’। ‘পদ্মাবত’ (৩০২.১৬ কোটি) এবং ‘সুলতান’ (৩০০.৪৫ কোটি)-কে পিছনে ফেলে এই সাফল্য অর্জন করল রণবীর কপূর অভিনীত এই সিনেমা।
এই তালিকায় সবার ওপরে রয়েছে সলমন খানের ‘দঙ্গল’। দ্বিতীয় স্থানে আমিরেরই ‘পিকে’।তিন নম্বরে সলমন খানের ‘টাইগার জিন্দা হ্যায়’। চতুর্থ স্থানে সলমনেরই ‘বজরঙ্গি ভাইজান’।
সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমাগুলি-
১. দঙ্গল-৩৮৭.৩৮ কোটি টাকা
২. পিকে-৩৪০.৮ কোটি টাকা
৩. টাইগার জিন্দা হ্যায়-৩৩৯.১৬ কোটি টাকা
৪. বজরঙ্গি ভাইজান-৩২০.১৫ কোটি টাকা
৫. সঞ্জু-৩২০.১৫ কোটি টাকা
৬. পদ্মাবত-৩০২.১৫ কোটি টাকা
৭.সুলতান-৩০০.৪৫ কোটি টাকা
৮. ধূম ৩-২৮৪.২৭ কোটি টাকা
৯. কিক-২৩১.৮৫ কোটি টাকা
১০. চেন্নাই এক্সপ্রেস-২২৭.১৩ কোটি টাকা
উল্লেখ্য, সঞ্জু ৫৩০০ স্ক্রিন (ভারতে ৪০০০ এবং বিদেশে ১৩০০)-এ মুক্তি পেয়েছে। রাজকুমার হিরানি ছাড়াও এই সিনেমায় পরেশ রাওয়াল, করিশ্মা তন্না, বিবেক কৌশল, সোনাম কপূর ও অনুষ্কা শর্মার মতো তারকারা অভিনয় করেছেন।
বক্স অফিসের আখড়ায় 'সুলতান'কে মাত, 'পদ্মাবত'-কেও পিছনে ফেলল ‘সঞ্জু’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jul 2018 09:14 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -