নয়াদিল্লি: কীভাবে কাজ ও পরিবার, একসঙ্গে দুই-ই সামাল দিতে হয় খুবই ভালো জানেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
তাই ব্যস্ত সময়সূচীর মধ্যেই পরিবারকে সময় দিতে বিদেশে পাড়ি দিলেন তিনি। লন্ডনে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে ছুটি কাটাতে ছোট ছেলে আবরামের সঙ্গে রওনা দিয়েছেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘ফ্যান’। ‘ফ্যান’-এর অপ্রত্যাশিত সাফল্যে খানিকটা হলেও রিলিফ পেয়েছেন তিনি। কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে ‘রঈস’-এর শ্যুটিং। তারমধ্যে রয়েছে আইপিএল। এরইমধ্যে পরিবারের জন্য সময় বের করে বেরিয়ে পড়লেন তিনি। সপ্তাহান্তে ছুটি কাটার প্ল্যান টুইটারে জানিয়েছেন এসআরকে।
নাইটদের জন্য 'ফ্যান' দেখার সুবন্দোবস্ত করে দিয়েছিলেন শাহরুখ। তাঁদেরই উদ্দেশ্যে টুইটারে শাহরুখ লেখেন শীঘ্রই ফিরে এসে তাঁদের সঙ্গে দেখা করবেন তিনি।
ছুটি কাটাতে লন্ডন পাড়ি শাহরুখের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Apr 2016 03:56 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -