ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Feb 2017 09:39 AM (IST)
মুম্বই: টুইটারে শাহরুখ খানের ফ্যান সংখ্যা দেখলে চমকে উঠতে হয়। নয় নয় করেও ২ কোটি ৪০ লক্ষ! এবার টুইটারে এসে পড়লেন তাঁর স্ত্রী গৌরীও। ইনস্টাগ্রামে গৌরী খান পরিচিত মুখ। সেখানে নিয়মিত এটা ওটা ছবি আপলোড করেন তিনি। ফলোয়ারও প্রচুর। কিন্তু আজই টুইটারে হাতেখড়ি হল তাঁর। একটি ঘোষণার মাধ্যমে তিনি করলেন তাঁর প্রথম টুইট সঙ্গে সঙ্গে তাঁকে অভ্যর্থনা করে শাহরুখের টুইট