মুম্বই: শাহরুখ কানের বড় ছেলে ১৯ বছরের আরিয়ান খুব একটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়। বন্ধুবান্ধবের সঙ্গে ছবি পোস্ট করে ঠিকই কিন্তু মুখে হাসি নিয়ে স্বচ্ছন্দভাবে ক্যামেরার সামনে খুব কমই দেখা গিয়েছে তাকে।

সেই আরিয়ান এবার ইনস্টাগ্রামে পোস্ট করেছে মা গৌরী খানের সঙ্গে একটি ছবি। দিনটা ছিল ফাদার্স ডে, ফ্যানেরা আশা করেছিলেন, বাবা শাহরুখের সঙ্গে ছবি পোস্ট করবে আরিয়ান। কিন্তু তা করেনি সে। মায়ের সঙ্গে পোস্ট করা ওই ছবির ক্যাপশন, জন্মদাত্রী, দ্য বার্থ গিভার!



গৌরীর দারুণ পছন্দ হয়েছে এই ক্যাপশন। তিনি তক্ষুনি শেয়ার করেছেন ছবিটি।