কলকাতা: মাত্র কয়েক মাসের ব্যবধান। প্রথমে বোন, এবার দিদি। ফের স্বজনবিয়োগ অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়ের (Shaheb Chattopadhyay)। ফের শূন্যতা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে দুঃসংবাদ জানান অভিনেতা। ভাগ করে নেন দিদির বেশ কিছু ছবি। (relative death news)


দিদিকে হারালেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়


কয়েক মাস আগেই ডেঙ্গির কাছে লড়াইয়ে হারেন তাঁর বোন। এবার মৃত্যু হল তাঁর দিদির। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দিদির বেশ কিছু ছবি পোস্ট করেন সাহেব। মায়ের সমান ছিলেন তাঁর দিদি তাঁর কাছে। সেখানেই একটি ছবিতে দেখা গেল বিয়ের বরণ করছেন তিনি, নাকে লাগানো নল। এদিন ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, 'আমি গতকাল সকালে আমার দিদিকে হারালাম। ওঁর আত্মার শান্তি কামনা করুন। ওম সাই রাম।' তাঁর পোস্টে শোকপ্রকাশ করেছেন অনুরাগীরা। 


 






গত বছরের সেপ্টেম্বরের ঘটনা। ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে সাহেব চট্টোপাধ্যায়ের বোন পিয়াসি চট্টোপাধ্যায়ের। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা বছর ৪৩-এর পিয়াসি কলকাতায় এসে ডেঙ্গি আক্রান্ত হন। জ্বর নিয়ে ১১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। আর এর মাত্র মাস ৯-এর মাথায় ফের পরিজনকে হারালেন অভিনেতা।                                                                                                                 


আরও পড়ুন: Akshay Kumar: 'সরফিরা'র শ্যুটিংয়েই প্রথম বিমানে ওঠা, বৃদ্ধার সাহায্যে এগিয়ে এলেন স্বয়ং অক্ষয় কুমার, ভাইরাল ভিডিও


কাজের ক্ষেত্রে, 'হইচই'-এর নতুন সিরিজ 'বিজয়া'তে অভিনয় করেছেন সাহেব চট্টোপাধ্যায়। শিক্ষাপ্রতিষ্ঠানে ব়্যাগিংয়ের মতো গুরুতর বিষয় নিয়ে তৈরি এই সিরিজের পরিচালক সায়ন্তন ঘোষাল। সাহেব ছাড়াও এই সিরিজে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রৌনক দে ভৌমিক। আজই মুক্তি পেয়েছে এই সিরিজ। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।