কলকাতা: এই ছবি এখনও যেন এক ঝলকে নস্ট্যালজিয়ায় ফিরিয়ে নিয়ে যায় অনেককে। কেউ যেন বিশ্বাসই করতে পারেন না, এই ছবি মুক্তির পরে পায়ে পায়ে পেরিয়ে গিয়েছে ১৬ বছর। তবে এখনও সেই ছবি চর্চায় উঠে আসে বারে বারে... সাক্ষাৎকারে, কথায় এখনও উঠে আসে 'জব উই মেট' (Jab We Met)-এর প্রসঙ্গ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কীভাবে এই ছবির নাম ঠিক হয়েছিল, সেই নিয়ে মুখ খুললেন ছবির নায়ক শাহিদ কপূর (Shahid Kapoor)। 


এই ছবি পরিচালনা করেছিলেন, ইমতেয়াজ আলি (Imtiaz Ali)। সেই সময় তিনি পরিচালনার জগতে বেশ নতুন। স্মৃতিচারণায় শাহিদ বলেছিলেন, প্রথম দিন ইমতেয়াজ তাঁর বাড়িতে আসেন ছবির চিত্রনাট্য নিয়ে। শাহিদ সেই চিত্রনাট্য হাতে নিয়ে দেখেছিলেন, সেখানে লেখা রয়ে, 'গীত' (Geet)। নায়ক জানতে চান, এই নামের অর্থ কী? ইমতেয়াজ জানান, এটি ছবির নায়িকার নাম। বিরক্ত হয়ে শাহিদ সেই চিত্রনাট্য ফিরিয়ে দেন। বলেন, এরপরে কোনও নায়ককে চিত্রনাট্য দিতে হলে, তার ওপর যেন কোনও নায়িকার চরিত্রের নাম না থাকে। 


এর পরেরদিন আবার নতুন করে চিত্রনাট্য নিয়ে শাহিদের কাছে ফিরে আসেন ইমতেয়াজ। সেই চিত্রনাট্যের ওপরে লেখা ছিল 'ট্রেন'। চিত্রনাট্য গ্রহণ করলেও, নামটা মনে ধরেনি শাহিদের। সেই কথা তিনি জানান ইমতেয়াজকে। সেইসময়ে বাড়িতে বসে জলখাবার খাচ্ছিলেন শাহিদের বাবা পঙ্কজ কপূর (Pankaj Kapoor)। তিনিও যোগ দেন সেই আলোচনায়। শাহিদ ও ইমতেয়াজ এমন কোনও নাম খুঁজছিলেন যার অর্ধেক হবে হিন্দি, অন্য অর্ধেক ইংরাজি। তেমনটাই নাকি ছবির প্রেক্ষাপটের সঙ্গে মিলছে। পঙ্কজ কপূর জলখাবার খেতে খেতেই পুরো ছবির গল্পটা সংক্ষেপে শোনেন। তারপরে বলেন, 'ছবির নাম হোক জব উই মেট (Jab We Met)'। সেই নামটিই মনে ধরে সবার। অবশেষে সেই নামেই প্রকাশ পায় ছবিটি। ছুঁয়ে যায় মানুষের মন। 


প্রসঙ্গত, চলতি বছরেই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল একগুচ্ছ পুরনো জনপ্রিয় সিনেমা। তালিকায় ছিল দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে (Dilwale Dulhania Le Jayenge)-র মতো ছবিও। আর এইদিনেই ফের একবার মুক্তি পেয়েছিল শাহিদ কপূর (Shahid Kapoor) ও করিনা কপূর (Kareen Kapoor) অভিনীত ছবি জব উই মেট (Jab We Met)।


আরও পড়ুন: Tota Roy Chowdhury Birthday: ফেলুদা হওয়ার স্বপ্নপূরণ, ঋতুপর্ণের শিক্ষা... জন্মদিনে টোটার রুপোলি পর্দার সোনালি দিন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial