কলকাতা: বৃহস্পতিবার মেটা আনুষ্ঠানিকভাবে থ্রেড অ্যাপ্লিকেশনটি লঞ্চ করেছে। ওয়াকিবহাল মহলের মত ইলন মাস্কের ট্যুইটারের সঙ্গে পাল্লা দিতেই এই নতুন সোশাল মিডিয়া অ্যাপ্লিকেশনটি বাজারে এনেছেন জুকারবার্গ। তবে লঞ্চের পর পরই এই অ্যাপ্লিকেশনটি ট্রেন্ড করছে। তবে এই অ্যাপ্লিকেশনের লোগো নিয়ে দানা বেধেছে বিতর্ক। 


অনেকেই বলেছেন এই অ্যাপ্লিকেশনটির লোগোটির সঙ্গে দ্রাবিড় ভাষা তামিল এবং মালায়লামের সঙ্গে খুব মিল রয়েছে। অনেক ব্যবহারকারী দাবি করেছেন যে এটি তামিল বর্ণমালার "কু" অক্ষর দ্বারা অনুপ্রাণিত। অন্যরা বলেছেন যে এটি মালায়ালাম অক্ষর "থ্র" এবং "ক্র" এর মতো। অনেকে আবার বলেছেন এটি হিন্দু শব্দাংশ "ওম" এর মতো। 






বলা হয়েছে,  থ্রেডের লোগোটি ইন্দো-দ্রাবিড় ভাষার মালায়ালাম শব্দের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এটি একটি কাকের শব্দের প্রতীক, টুইটারের নীল পাখির পরিবর্তে একটি কালো পাখি। মজার বিষয় হল, বেশ কিছু টুইটার ব্যবহারকারী বলেছেন যে অ্যাপের লোগোটি ভারতীয় মিষ্টি জিলিপির সঙ্গে সাদৃশ্যপূর্ণ।                                                                                       






অনেকেই মজা করে বলেছেন সেই অ্যাপের লোগো দেখে মনে হচ্ছে জিলিপি খাচ্ছেন তারা।                                                        






আরও পড়ুন, একাধিকের সঙ্গে সম্পর্ক, মেনে নিতে পারে না সঙ্গিনীরাও! রেগে ডিভোর্স করে পাখিরাও