মুম্বই: বেড়াতে যেতে কে না ভালোবাসেন। কিন্তু এই লকডাউনের (Lockdown) মধ্যে বেড়াতে যাওয়া সম্ভব হচ্ছে না বহু মানুষের ক্ষেত্রে। তাছাড়া, পর্যটন স্থানগুলিও করোনা পরিস্থিতিতে পর্যটকদের প্রবেশের জন্য বেশ কিছু নিয়ম জারি করেছে। যা মেনে চলা বাধ্যতামূলক। সেই সময় নিয়ম এবং শর্তগুলি মেনে চললে আপনিও কিছু কিছু জায়গায় বেড়াতে যাওয়ার অনুমতি পেতে পারেন। 


শরীর এবং মনকে তরতাজা করে নিতে মাঝেমধ্যেই ছুটি কাটাতে বেরিয়ে পড়ছেন বলিউড সেলেবরা। পরিবারের সঙ্গে হোক কিংবা বন্ধুদের সঙ্গে। প্রায়শই বিভিন্ন জায়গা থেকে ছুটি কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন তাঁরা। সম্প্রতি তেমনই কিছু ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন ''কবীর সিংহ'' অভিনেতা শাহিদ কপূরের (Shahid Kapoor) ঘরণী মীরা রাজপুত (Mira Rajput)। যা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। যদিও তাঁরা কোথায় বেড়াতে গিয়েছেন, সেই জায়গার নাম পোস্টে উল্লেখ করেননি মীরা রাজপুত। ছবিতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে রাস্তায় স্ত্রীর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে রয়েছেন শাহিদ কপূর। আর মীরা রাজপুত তাঁর মাথা রেখেছেন শাহিদের কাঁধে। ছবি দেখে দম্পতির গাঢ় রসায়ন বেশ স্পষ্ট। মীরার বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করা করা মাত্রই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। বহু অনুরাগী থেকে নেট নাগরিকরা কয়েক মিনিটের মধ্যেই নিচে কমেন্টের বন্যা বইয়ে দেন। কেউ জায়গার নাম জানতে চাইছেন তো কেউ শাহিদ-মীরার প্রেম নিয়ে কথা বলেছেন। সব মিলিয়ে এই জুটির রসায়নের ছবি যে নেট দুনিয়ায় প্রেমের সঞ্চার করেছে, তা বলাই বাহুল্য।



আরও পড়ুন - সিঁথিতে সিঁদুর, পুরনো ভিডিও শেয়ার কী বলতে চাইলেন নুসরত?


সদ্যই গিয়েছে স্ত্রী মীরার জন্মদিন। ৭ সেপ্টেম্বর স্ত্রীর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন শাহিদ কপূর। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে লেখেন, 'শুধু তোমার আনন্দটাই ভাগ করা নয়, তোমার দুঃখটাও ভাগ করে নিচ্ছি। তুমিই আমার জগতের মধ্যমণি। আর আমিও এটা ছাড়া আর কিছুই চাই না। শুভ জন্মদিন।


প্রসঙ্গত, করিনা কপূর খানের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসে পরিবারের পছন্দের মেয়ে মীরা রাজপুতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ কপূর। ২০১৫ সালের ৭ জুলাই ঘনিষ্ট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। দুই সন্তানকে নিয়ে সুখের সংসার তাঁদের।


আরও পড়ুন - ক্লাসিক্যাল নাচে মগ্ন কোয়েল, ভিডিও দেখে মুগ্ধ নুসরত, রুক্মিণীরা