মুম্বই: মুক্তির মাত্র তিনদিন আগেই পিছিয়ে গিয়েছে শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত 'জার্সি' (Jersey) ছবির মুক্তির দিন। জানা গিয়েছে বক্স অফিসে অন্য আরও দুই ছবির টক্করের কারণেই এই ছবির মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা। ফের একবার 'জার্সি' ছবির মুক্তির দিন পিছিয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়েন নেট নাগরিকরা। কমেন্ট বক্সে তাঁদের হতাশা টের পাওয়া যায়। আর মুক্তি স্থগিত হওয়ার খবরের কিছুক্ষণের মধ্যেই নতুন মুক্তির দিন ঘোষণা হল। জানা গেল কবে মুক্তি পাবে 'জার্সি'।


কবে মুক্তি পাবে 'জার্সি'? (Jersey New Release Date)


গত ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল 'জার্সি' ছবিটির। কিন্তু সেই সময় করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় এবং তার সঙ্গে পাল্লা দিয়ে ওমিক্রন ভাইরাসের সংক্রমণের বৃদ্ধি ঘটায় পিছিয়ে যায় ছবির মুক্তি। করোনা পরিস্থিতি কিছুটা ঠিক হতেই নতুন মুক্তির দিন ঘোষণা করেন নির্মাতারা। জানা যায় ১৪ এপ্রিল মুক্তি পাবে 'জার্সি'। কিন্তু মুক্তির মাত্র তিনদিন আগে ফের পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তি। সম্প্রতি যে খবর পাওয়া গিয়েছে, তাতে জানা যাচ্ছে, আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে শাহিদ কপূরের বহু প্রতীক্ষিত ছবি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাহিদ কপূর ও ম্রুণাল ঠাকুরকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পঙ্কজ কপূর। 'জার্সি' ছবিতে প্রথমবার কোনও ক্রিকেটারের চরিত্রে দেখা যেতে চলেছে 'যব উই মেট' তারকাকে। নতুন মুক্তির দিন জানা যাওয়ায় ফের খুশি অভিনেতার অনুরাগীরা।


আরও পড়ুন - Sreelekha Mitra Updates: ঐশ্বর্য রাইয়ের গানে নেচে নেট দুনিয়ায় ঝড় তুললেন শ্রীলেখা মিত্র


জানা যাচ্ছে, আগামী ১৪ এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে যশ, সঞ্জয় দত্ত, রবিনা ট্যান্ডন অভিনীত 'কেজিএফ চ্যাপ্টার টু'। কন্নড়, তামিল, তেলুগু, মালায়লম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই এই ছবিকে কেন্দ্র করে নেট নাগরিকদের প্রত্যাশা ও উচ্ছ্বাস নজর কাড়ছে। প্রথম ছবির পর দ্বিতীয় ভাগও যে বক্স অফিসে প্রভাব ফেলবে, তা আন্দাজ করা যাচ্ছে। সেই কারণেই কি 'জার্সি'র মুক্তি পিছিয়ে দিয়েছেন নির্মাতারা? নেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে এমনটাই। 'কেজিএফ চ্যাপ্টার টু' ছাড়াও আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে থালাপতি বিজয়ের 'বিস্ট'।