মুম্বই: বলিউডের নামী দামি অভিনেত্রীদের সঙ্গে অনেক নেচেছেন তিনি। এবার শাহিদ কপূরের নাচের শখ জেগেছে এক ভিনগ্রহীর সঙ্গে। আর যেমন ভাবনা তেমনই কাজ। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে নাচের এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

[embed]https://www.instagram.com/p/BhMXBUAgB-e/[/embed]

আসলে একটি অ্যাপের প্রমোশনে এই পোস্টটি করেছেন শাহিদ। পোস্টের এক ঘণ্টার মধ্যে ৯৩০,৯৯৯ জন দেখেছেন এই ভিডিও। এর আগে ইয়ামি গৌতম, টিভি অভিনেত্রী দিব্যাঙ্কা ত্রিপাঠী, কমেডিয়ান মল্লিকা দুয়াও এই ভিন গ্রহের বাসিন্দার সঙ্গে নাচ করেছেন।