চণ্ডীগড়: ‘জার্সি’ ছবির শ্যুটিং চলাকালীন ক্রিকেট খেলতে গিয়ে চোট পেলেন শাহিদ কপূর। তিনি শটের আগে ব্যাটিং অনুশীলন করছিলেন। সেই সময় আচমকাই একটি বল লাফিয়ে উঠে তাঁর নীচের ঠোঁটে লাগে। ঠোঁট কেটে গিয়ে রক্ত বেরোতে থাকে। সঙ্গে সঙ্গে শাহিদকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
‘জার্সি’-র সঙ্গে যুক্ত এক ব্যক্তি জানিয়েছেন, ‘শাহিদের ঠোঁটে সেলাই করেন চিকিৎসক। বেশ গভীর ক্ষত তৈরি হয়েছে। ফলে আগামী চার-পাঁচদিন শ্যুটিং করতে পারবেন না শাহিদ। তিনি সুস্থ হয়ে উঠলে ফের শ্যুটিংয়ে যোগ দেবেন।’
তেলুগু ছবি ‘জার্সি’-র হিন্দি সংস্করণে অভিনয় করছেন শাহিদ। তেলুগু ছবিটির পরিচালক গৌতম তিন্নানুরিই হিন্দি ছবিটি পরিচালনা করছেন। বাবার ইচ্ছা পূরণ করতে অর্জুন নামে এক ক্রিকেটারের খেলা ছেড়ে দেওয়ার পরেও ফিরে এসে ভারতীয় দলে সুযোগ পাওয়ার গল্প নিয়ে এই ছবি।
‘জার্সি’-র শ্যুটিং করতে গিয়ে চোট পেলেন শাহিদ
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jan 2020 12:40 PM (IST)
তেলুগু ছবি ‘জার্সি’-র হিন্দি সংস্করণে অভিনয় করছেন শাহিদ।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -