মুম্বই: উইকেন্ডের ছুটির মেজাজ কাটিয়ে সোমবার কাজে ফিরতে কষ্ট হয়? অনুপ্রেরণা নিতে পারেন বলি তারকা শাহিদ কপূরের থেকে। সোমবার সকালে  পৌঁছে গেছেন জিমে, সেখান থেকেই পোস্ট ইনস্টাগ্রাম স্টোরি। 


সকালে জিম গিয়ে একটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অভিনেতা। ছবিতে বার্বেল এবং অন্যান্য জিমের সরঞ্জাম দেখতে পাওয়া যাচ্ছে। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, 'আর্লি মর্নিং ডেডলিফটস। দ্য বেস্ট।'




এর আগে তাঁর শেয়ার করা একটি ছবি দেখে বেশ শোরগোল পড়েছে অনুরাগীদের মধ্যে। ছবিতে ধূসর রঙা ঢলা হুডিতে, বাইসেপ দেখিয়ে নজর কাড়ছেন অভিনেতা।


 






বলি অভিনেতা শাহিদ কপূরের অভিনয় দক্ষতায় মুগ্ধ আট থেকে আশি। সমালোচকদের মতে তাঁর অভিনয়ের মধ্যে বৈচিত্র্য আছে। বিভিন্ন ছবিতে তিনি বিভিন্নভাবে নিজেকে বদলেছেন চরিত্রের স্বার্থে। তাঁর বিখ্যাত কিছু ছবি হল 'জব উই মেট', 'উড়তা পঞ্জাব' ইত্যাদি। তবে এই সব ছবির মধ্যে অন্যতম সেরা অভিনয় তিনি করেছিলেন বিশাল ভরদ্বাজের 'হায়দার' ছবিতে। উইলিয়াম শেক্সপিয়রের জনপ্রিয় ট্র্যাজেডি 'হ্যামলেট'-এর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল 'হায়দার'। এই ছবির পরে বিভিন্ন জায়গা থেকে প্রশংসিত হয় তাঁর অভিনয়।


 






সম্প্রতি সেই ছবি মুক্তির ৬ বছর পূর্ণ হল। শাহিদ কপূর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোস্ট করেন সিনেমার কিছু ছবি এবং সঙ্গে এক আবেগঘন ক্যাপশন। অভিনেতা লেখেন, তিনি চিরকাল এই ছবিটির কাছে 'ঋণী' হয়ে থাকবেন, কারণ এই ছবির মাধ্যমেই তিনি নিজেকে অভিনেতা হিসেবে নতুন করে খুঁজে পেয়েছেন।