লখনউ: উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে রবিবারের হিংসার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির ছেলের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। কৃষক নেতা রাকেশ টিকায়েতের পক্ষ থেকে সর্বপ্রথম দাবি করা হয়েছিল যে, ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। আন্দোলনকারী কৃষকদের এই দাবি মেনে অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল। হত্যা, অনিচ্ছাকৃত হত্যা, দুর্ঘটনা সহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দোষীদের গ্রেফতার না হওয়ার পর্যন্ত মৃতদের শেষকৃত্য করা হবে না। উল্লেখ্য, গতকালের হিংসার ঘটনায় চার কৃষক সহ আটজনের মৃত্যু হয়েছিল।
কৃষক নেতাদের সঙ্গে বৈঠকের পর লখিমপুরের জেলা শাসক অরবিন্দ চৌরাসিয়া বলেছেন, অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কৃষকনেতারা দাবিপত্র দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ ও সরকারি চাকরি প্রদান ও সমগ্র ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে। জেলা শাসক জানিয়েছেন, কৃষক নেতাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আরও এক দফা আলোচনা হবে।
উল্লেখ্য, গতকাল উত্তরপ্রদেশের লখিমপুরে অগ্নিগর্ভ পরিস্থিতির তৈরি হয়। আজ পরিস্থিতি মোকাবিলায় রাস্তায় রাস্তায় পুলিশের ব্যারিকেড তৈরি হয়েছথে। ইতিমধ্যে লখিমপুরে জারি করা হয়েছে ১৪৪ ধারা। গোটা এলাকায় বিচ্ছিন্ন ইন্টারনেট।
তবে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের লখিমপুরে যেতে দিচ্ছে না যোগী সরকার। অবস্থা এমনই যে, উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব লখনউ বিমানবন্দর কর্তৃপক্ষকে বলেছেন, সেখানে যেন কংগ্রেস শাসিত ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং পাঞ্জাবের উপ মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রণধাওয়ার বিমান নামতে না দেওয়া হয়।
উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে আন্দোলনরত কয়েকজন কৃষককে গাড়িতে পিষে ও গুলি চালিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গোটা ঘটনায় চার কৃষক সহ আট জনের মৃত্যু হয়েছে।
বিক্ষোভরত কৃষকরা এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিসের বিরুদ্ধে। অভিযোগ, মন্ত্রীপুত্রের দলবলই কৃষকদের ওপর গাড়ি চালিয়ে হামলা করেছে।
পাল্টা কৃষক বিক্ষোভে অংশগ্রহণকারীদের একাংশের বিরুদ্ধে তাদের দলের ৩ কর্মী ও এক চালককে হত্যার অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।