মুম্বই: করোনা (Covid19) পরিস্থিতি ফের বৃদ্ধি পাওয়ায় কোপ পড়েছে ছবির জগতে। দিল্লির সরকার ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যেই জানা যায়, নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না শাহিদ কপূরের (Shahid Kapoor) 'জার্সি' (Jersey)। সিনেমাহলে মুক্তি আটকে যাওয়া জল্পনা শোনা যাচ্ছিল যে, তাহলে কি ওটিটি প্ল্যাটফর্ম মুক্তির পথ বেছে নেবেন 'জার্সি' নির্মাতারা? গত দুটো দিন তা নিয়ে চলেছে বিস্তর জল্পনা কল্পনা। 'জার্সি' নির্মাতারাও করেছেন একাধিক বৈঠক। এরইমাঝে ছবির জন্য বড় সিদ্ধান্ত নিলেন অভিনেতা শাহিদ কপূর। জানা গিয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে ছবিটি যাতে মুক্তি না পায়, সে জন্য নির্মাতাদের অনুরোধ করেন তিনি। এছাড়াও, পারিশ্রমিকের একটা বড় অংশ কমিয়ে দিলেন 'যব উই মেট' তারকা।


করোনার প্রকোপ ফের বৃদ্ধি পাওয়ার কারণে দিল্লিতে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য সিনেমাহল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার। খুব শীঘ্রই নয়াদিল্লির সমস্ত সিনেমাহল বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে মাল্টিপ্লেক্সও। দিল্লিতে সিনেমাহল মাল্টিপ্লেক্স বন্ধ হওয়ার খবর প্রকাশের পরই জানা যায় আগামী ৩১ ডিসেম্বর সিনেমাহলে মুক্তি পাবে না 'জার্সি'। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই 'জার্সি' ছবির নির্মাতারা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তাও বলতে শুরু করেন। যাতে সিনেমাহলে না হোক, বহু প্রতীক্ষিত এই ছবি যেন ওটিটিতে মুক্তি পায়। শোনা গিয়েছে, নেটফ্লিক্সের পক্ষ থেকে 'জার্সি' নির্মাতাদের লোভনীয় প্রস্তাবও দেওয়া হয়েছে। 


আরও পড়ুন - Salman Khan Birthday: প্রাক্তন সলমন খানকে জন্মদিনে কী উপহার দিলেন ক্যাটরিনা?


কোভিড অতিমারির ফের বৃদ্ধির ফলে ফের অন্তত এক থেকে দু মাস পিছিয়ে যেতে পারে 'জার্সি'র মুক্তি। এমন অবস্থায় দর্শক যাতে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারেন এবং ছবিটি যাতে নির্দিষ্ট সময়ে মুক্তি পায়, সেজন্যই নির্মাতাদের বেশ মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছে নেটফ্লিক্স। কিন্তু এতে বাধ সাধলেন ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা শাহিদ কপূর। জানা গিয়েছে, অভিনেতা 'জার্সি' নির্মাতাদের সঙ্গে বৈঠক করেন। এবং তাঁদের বোঝান যে, ছবিটি সিনেমাহলে মুক্তি পাওয়া দরকার। এই ছবিটা দর্শক সিনেমাহলে দেখতে বেশি পছন্দ করবেন। যখন নির্মাতাদের পক্ষ থেকে ব্যয়ের অঙ্ক প্রসঙ্গ তোলা হয়, তখন নিজের বিপুল পারিশ্রমিক থেকে অনেকটাই কমিয়ে দেন অভিনেতা।


জানা যাচ্ছে, 'জার্সি' ছবিতে অভিনয়ের জন্য ৩১ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছিলেন শাহিদ কপূর। কিন্তু এমন পরিস্থিতিতে ছবিটি যাতে সিনেমাহলে মুক্তি পায়, তার জন্য নিজের পারিশ্রমিক থেকে ৫ কোটি টাকা কমিয়ে দেন অভিনেতা। শুধু তাই নয়, আনুষাঙ্গিক আরও খরচাখরচ বাবদ আরও ৫ কোটি টাকা কমিয়ে দেন তিনি। অর্থাৎ, মোট পারিশ্রমিকের থেকে ১০ কোটি টাকা কমিয়ে দিলেন শাহিদ কপূর। শোনা গিয়েছে, শাহিদের এমন আত্মত্যাগে আপ্লুত ছবি নির্মাতারা। তাঁরা ওটিটি প্ল্যাটফর্মের পরিবর্তে সিনেমাহলে মুক্তির জন্যই এবার অপেক্ষা করবেন।