ইন্দোর (মধ্যপ্রদেশ) : চার চারবার ভ্যাকসিন নিয়েছিলেন। তার পরেও করোনায় আক্রান্ত হলেন এক মহিলা। ইন্দোর বিমানবন্দরে(Indore Airport) তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। যে কারণে তাঁকে দুবাইগামী বিমানে উঠতেও দেওয়া হয়নি। 


ইন্দোরের(Indore) চিফ মেডিক্যাল অ্যান্ড হেল্থ অফিসার ভুরে সিংহ শেটিয়া বলেন, ৩০ বছরের ওই মহিলা বিভিন্ন দেশে চারবার ভ্যাকসিন নিয়েছেন। বিমানবন্দরে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওঁর উপসর্গ নেই এবং একদিন পরেই নেগেটিভ রিপোর্ট আসে।


দিন ১২ আগে ওই মহিলা ইন্দোরে আসেন । দুবাই ফেরত যাওয়ার সময় বিমানবন্দরে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে। নিয়ম অনুযায়ী, তাঁর আরটি-পিসিআর টেস্ট করা হয়। যার পরেই তাঁকে বিমানে উঠতে নিষেধ করা হয়। পরিবর্তে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। উল্লেখ্য, জানুয়ারি থেকে অগাস্টের মধ্যে ওই মহিলা চারবার ভ্যাকসিন নিয়েছেন।


আরও পড়ুন ; ওমিক্রন-উদ্বেগের মাঝেই ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, একদিনে আক্রান্ত ১৩,১৫৪


এদিকে ওমিক্রন-উদ্বেগের (Omicron) মাঝেই দেশে করোনায় একলাফে অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৮ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২।  


মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশের ২২টি রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে  দাঁড়াল ৯৬১। দিল্লিতে সবথেকে বেশি ২৬৩ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৫২। প্রসঙ্গত,  বুধবারই পশ্চিমবঙ্গে (West Bengal) হদিশ মিলেছে নতুন ৫ ওমিক্রন আক্রান্তের।