মুম্বই: সম্প্রতি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শাহিদ কপূর তার বাংলো ভাড়ায় দিয়েছেন। মুম্বইয়ের ৩৬, ওয়েস্ট ওরলির সেই বিখ্যাত প্রাসাদোপম বাড়িটি ভাড়ায় দিলেন অভিনেতা (Shahid Kapoor)। এই সমগ্র সম্পত্তিটির বিল্ট আপ এরিয়া রয়েছে ৬১৭৫.৭২ বর্গফুট আর কার্পেট এরিয়া রয়েছে ৫৩৯৫ বর্গফুট। এই বাংলোতে তিনটি আলাদা আলাদা পার্কিং স্পেসও রয়েছে। এই বছরই মে মাসে এই অ্যাপার্টমেন্ট কিনেছিলেন শাহিদ এবং তাঁর স্ত্রী মীরা। সেই সময় বাংলো কিনতে খরচ হয়েছিল ৫৮.৬ কোটি টাকা। ওবেরয় রিয়েলটি সংস্থা এই প্রজেক্টটি (Shahid Kapoor Bungalow) নির্মাণ করেছিল যেখানে গোটা বাড়িটা দাঁড়িয়ে আছে ১.৫৮ একর জমির উপর, ভিতরে ৪ ও ৫ বিএইচকের রেডি টু মুভ অংশও রয়েছে।
এই মাসে অর্থাৎ নভেম্বর মাসেই এই প্রাসাদোপম বাংলোটি ভাড়ায় দেন শাহিদ ও মীরা, ভাড়ার এগ্রিমেন্টও রেজিস্ট্রেশন হয় এই মাসেই যেখানে প্রাথমিকভাবে ৩ মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে আর প্রাথমিকভাবে সিকিউরিটি ডিপোজিট (Shahid Kapoor Bungalow) নেওয়া হয়েছে ১.২৩ কোটি টাকা। এই বাংলোর জায়গা অনুপাতে এখান থেকে মাসে ৪-৫ শতাংশ রেন্টাল ইল্ড আসবে বলেই জানা গিয়েছে। এই এগ্রিমেন্টে শুরু থেকে ৫ বছর পর্যন্ত স্ট্রাকচারড ভাড়ার হিসেব করা আছে যেখানে প্রথম বছর প্রতি মাসে শাহিদ ভাড়া পাবেন ২০.৫ লক্ষ টাকা আর পাঁচ বছরে গিয়ে এই ভাড়া বেড়ে হবে ২৩.৯৮ লক্ষ টাকা। আর অতিরিক্ত একটি ১০ মাসের 'রেন্ট ফ্রি পিরিয়ড' রাখা হয়েছে এই এগ্রিমেন্টের ক্ষেত্রে।
সম্প্রতি বেশ কয়েকজন বলিউড তারকা তাদের সম্পত্তি ভাড়ায় দিয়েছেন আর এবার সেই তালিকায় নাম জুড়ল শাহিদ কপূরেরও। বাকিদের মধ্যে আছেন কার্তিক আরিয়ান, রণবীর সিং এবং প্রযোজক সাজিদ নাদিওয়াদওয়ালা। এই প্রথম ওয়েব সিরিজ 'ফর্জি'তে ডেবিউ করলেন শাহিদ। দর্শকমহলে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। এমনকী এর আগে 'জার্সি' ছবিতেও (Shahid Kapoor Bungalow) তাঁর কাজের সমূহ প্রশংসা হয়েছে এবং বহু বড় বড় পুরস্কারের জন্যও মনোনীত হয়েছেন শাহিদ কপূর। কবীর সিং আর হায়দর এই দুটি চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য আজও তাঁকে মনে রেখেছেন দর্শককুল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Work Culture: কোনো কথা নয়, ফোনও থাকবে বন্ধ ! অফিসের থেকে জেলও ভাল- অদ্ভুত দাবি কর্মীর