কলকাতা: অফিসের কাজের পরিবেশ নিয়ে বহুদিন ধরেই নানা মানুষ নানাবিধ মন্তব্য করছেন সমাজমাধ্যমে। কিছু কিছু মর্মান্তিক ঘটনাও সামনে এসেছে। বিষাক্ত কাজের পরিবেশ নিয়ে সরব হয়েছেন বহু নেটিজেন। সম্প্রতি এক ব্যক্তি রেডিটে নিজের অফিসের থেকেও জেল (Work Culture) ভাল, এমন মন্তব্য করে বসেন। রেডিটের ভারতীয় ভার্সন সাবরেডিটে এই পোস্ট করেন সেই কর্মী এবং জানান যে তাদের অফিসের নিয়ম অনুসারে কাজের জায়গায় সহকর্মীর সঙ্গেও কোনো কথা বলা যাবে না, আবার ফোনও ব্যবহার করা যাবে না। এমনকী ডেস্কটপের স্ক্রিন থেকে দূরে তাকিয়ে বিশ্রাম নিলেও কড়া পদক্ষেপ নেওয়া হয় কর্মীদের বিরুদ্ধে। একান্ত জরুরি পরিস্থিতি ছাড়া ফোন ব্যবহার করতে পারেন না সেই অফিসের কর্মীরা।
কাজ ব্যতীত অন্য কোনো উপায়ে যাতে কোনোভাবেই না সময় খরচ হয়, সেই জন্য সহকর্মীদের সঙ্গে কথা বলাও বন্ধ এই অফিসে। এমনকী পাশে বসে থাকা সহকর্মীর সঙ্গেও ডিজিটাল মাধ্যমে কথা বলার নিয়ম রয়েছে এই অফিসে। ব্যক্তিগতভাবে কথা বলার জন্যও মাইক্রোসফট টিম ব্যবহারের নিয়ম রয়েছে। এই পোস্টে সেই কর্মী এই অনুরোধ রাখেন যাতে তাঁর অফিসের কাজের পরিবেশ নিয়েও কেউ একটি রিল ভিডিয়ো বানান।
সেই পোস্টে কর্মী লিখেছেন যে তিনি তাঁর ডেস্কটপ স্ক্রিন ছাড়া অন্য কোনো দিকে তাকাতেও পারেন না। চোখের চাপ কমাতে কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে রাখতেও পারেন না তিনি। পরিবারের থেকে ফোন এলেও অফিসের নিয়ম অনুযায়ী সেই ফোন ধরতে পারেন না তিনি। খুব জরুরি না হলে সেই ফোন ধরা যায় না অফিসে বসে।
সময় বাঁচানোর জন্য ঘন ঘন ওয়াশরুম ব্যবহারেও নিষেধাজ্ঞা রয়েছে, পাশে বসে থাকা কর্মীর সঙ্গে কথা বলতে গেলেও মাইক্রোসফট টিমে তাঁকে টেক্সট করতে হয়। একেবারে নীরব মৃতপ্রায় একটি অফিস যেখানে এক সেকেন্ডের জন্যও কোনো কথা হয় না। সেই কর্মী অত্যন্ত ক্লান্তির সঙ্গেই জানান যে এর থেকে জেলও ভাল যেখানে তিনি প্রাণ খুলে খানিক কথা বলতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।