মেয়ের সঙ্গে শাহিদ পোস্ট করলেন ‘হ্যাপি সানডে’ ফটো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2018 08:11 AM (IST)
মুম্বই: বক্স অফিসে দিব্যি চলছে পদ্মাবত। তাঁর অভিনয়ও প্রশংসিত। সুতরাং শাহিদ কপূর বেজায় খুশি। মেয়ের সঙ্গে এখন তিনি সময় কাটাতে ব্যস্ত। গতকাল মেয়ে মিশার সঙ্গে তাঁর একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহিদ। ক্যাপশন, ‘হ্যাপি সানডে’। [embed]https://www.instagram.com/p/Beepv3Rg5za/?utm_source=ig_embed[/embed]