টপকালেন লারাকে, সর্বকালীন র্যাঙ্কিংয়ে গাওস্করের কাছাকাছি বিরাট
Web Desk, ABP Ananda | 28 Jan 2018 09:28 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দুবাই: টেস্ট ক্রিকেটের সর্বকালীন র্যাঙ্কিংয়ে ব্রায়ান লারা, কেভিন পিটারসেন, হাশিম আমলা, শিবনারায়ণ চন্দ্রপল ও মাইকেল ক্লার্ককে টপকে গেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। জোহানেসবার্গ টেস্ট থেকে ১২ পয়েন্ট পাওয়ার সুবাদে এখন তাঁর মোট পয়েন্ট ৯১২। এই তালিকায় তিনি এখন ২৬ নম্বরে। ৯৬১ পয়েন্ট নিয়ে এই তালিকার শীর্ষে কিংবদন্তী ডন ব্র্যাডম্যান। ৯৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক স্টিভ স্মিথ। বিরাটের আগে এখন সুনীল গাওস্কর। তাঁর পয়েন্ট ৯১৬। জুনে আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট এবং অগাস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন বিরাট।