মুম্বই: শাহিদ কপূরের সঙ্গে যখন মীরা রাজপুতের বিয়ে ঠিক হয়, তখন সে খবর মিডিয়ার কাকপক্ষী জানতে পারেনি। এবার দাদার দেখানো পথেই হাঁটলেন শাহিদের বোন সানা। পারফর্মিং আর্টিস্ট মায়াঙ্ক পাহওয়াকে বিয়ে করছেন তিনি। অভিনেতা দম্পতি মনোজ পাহওয়া ও সীমা পাহওয়ার ছেলে এই মায়াঙ্ক।



সানার বিয়ের খবর এখনও জানাজানি হওয়ার কথা ছিল না। কিন্তু অজান্তেই হাটে হাঁড়ি ভেঙেছেন প্রয়াত ওম পুরীর দ্বিতীয় স্ত্রী নন্দিতা। ওমের আচমকা মৃত্যুর কথা বলতে গিয়ে তিনি বলেন, পঙ্কজ কপূরের মেয়ে সানা আর পাহওয়ার ছেলে মায়াঙ্কের আশীর্বাদে যাওয়ার কথা ছিল তাঁর ও তাঁর ছেলে ঈশানের। ওম তখন তাঁকে ফোন করেন আর সেখানে তাঁরা পৌঁছনোর আগেই ওম পৌঁছে যান নন্দিতার বাড়িতে।



যাক, নন্দিতার কথার সূত্রেই জানা গেল, পঙ্কজ কপূরের ঘরে জামাই আসার কথা!