মুম্বই:  মাসখানেক আগে কর্মরতা মায়েদের ঠুকে শাহিদ কপূরের স্ত্রী মীরা রাজপুত মন্তব্য করেন, তিনি একজন গর্বিত গৃহবধূ, এবং তিনি কখনওই কাজের জন্যে, নিজের কেরিয়ারের জন্যে সন্তানকে অবহেলা করবেন না। একথা বলায় স্বভাবিকভাবেই তিনি বর্তমান সমাজের কর্মরতা মহিলা, যাঁরা সন্তানেরও মাও, তাঁদের আক্রমণের মুখে পড়েন।সেসময় মীরাকে কড়া ভাষায় দু-চার কথা শুনিয়ে দেন অভিনেত্রী করিনা কপূরও।


এবার সেই মন্তব্য প্রসঙ্গেই মুখ খুললেন মীরা। মীরার দাবি, তাঁর মন্তব্যকে বিকৃত করা হয়েছে। শিশুদের ডায়েট নিয়ে একটি বই প্রকাশ অনুষ্ঠানে গিয়ে মীরা বলেন, কর্মরতা মা হওয়া সত্যিই গর্বের। তবে তিনি বাড়িতে থেকে সন্তান পালন করছেন। তাতেও লজ্জিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন মীরা। প্রসঙ্গত, একজন ঘরে থাকা মায়ের সঙ্গে একজন কর্মরতা মায়ের কোনও তুলনাই চলে না। দুজনেই দুজনের জায়গায় অসাধারণ।

তবে তাঁর বক্তব্যের সাফাই হিসেবে মীরা বলেন, তিনি শুধু চান না, তাঁর সন্তান কখনও এটা ভাবুক, তার মা তাকে যথেষ্ট সময় দিচ্ছে না। বাবা-মা হওয়া মানে দায়িত্ব বেড়ে যাওয়া, এবং আপনার সময়টা তাদেরই, এটাও মেনে নিতে হবে প্রত্যেক বাবা-মাকে।

তবে মীরা এর আগে বলেছিলেন, আমি বাড়িতে থাকতে পছন্দ করি, আমি আমার মাতৃত্বের ভূমিকাটি উপভোগ করছি। দিনে এক ঘণ্টা সময় সন্তানের সঙ্গে কাটিয়ে কাজে বেরিয়ে যাওয়ার পক্ষে তিনি নন। তাহলে তাকে আনলাম কেন পৃথিবীতে? প্রশ্ন মীরার। মীরার কথায় সে তো কোনও পোষ্য নয়, আমার সন্তান। সন্তানের মা হিসেবেই তার পাশে থাকতে চাই।