মুম্বই: এবার শাহজাহানের চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে। দিনকয়েক আগে তাজ মহলে আতরঙ্গী রে ছবির শ্যুটিং হল। অক্ষয়ের বিপরীতে আছেন সারা আলি খান। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে দেখা যাবে দক্ষিণী তারকা ধনুষকে। অক্ষয়ের নতুন লুকের ছবি শেয়ার করেন সারা আলি খান।



ওই ছবিতে দেখা যাচ্ছে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত কলাকুশলীরা। গোলাপী রঙা জামা পরে আছেন সারা আলি খান। শাহজাহানের অবতারে দাঁড়িয়ে আছেন অক্ষয়। আগ্রার হাড় কাঁপানো ঠান্ডায় শ্যুটিং করছেন তাঁরা। আনন্দ এল রাই পরিচালিত এই ছবির সঙ্গীত পরিচালক এ আর রহমান। এই প্রথম একসঙ্গে ক্রিন শেয়ার করবেন অক্ষয় কুমার, সারা আলি খান, ধনুষ। ছবির গল্প লিখেছেন হিমাংশু শর্মা। ফিল্ম কেরিয়ারে এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করবেন সারা আলি খান। ধনুষের তৃতীয় হিন্দি ছবি এটা। সম্ভবত, আগামী বছর ভ্যালেন্টাইন্স ডে-তে মুক্তি পাবে এই ছবি। ছবিতে মূলত ব্যবহার করা হয়েছে লোকসঙ্গীতকে।



চলতি বছর মার্চে এই ছবির শ্যুটিংয়ের জন্য বারাণসী যান সারা আলি খান। সেখানে গিয়ে গঙ্গা আরতির শ্যুটিংয়ের ছবি পোস্ট করেন অভিনেত্রী। আনন্দ এল রাইয়ের বিষয়ে সারা বলেন, উনি এমন একজন মানুষ, যার কাছে সবরকম সাহায্য পাওয়া যায়। এই বছরটা সবারই খুব খারাপ কেটেছে। খারাপ সময় ওঁকে পাশে পেয়েছি। ১৯ মার্চ আমরা বারাণসীতে শ্যুটিং করি। পরের দিনই মুম্বই ফিরে আসি। আর তারপরই লকডাউন জারি হয়। এমনকি লকডাউনের মধ্যেও আমি ওঁকে বারবার বলেছি, শ্যুটিং করতে চাই। ওঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা খুব ভাল।



এই প্রথম অক্ষয় এবং সারাক সঙ্গে কাজ করছেন আনন্দ। এর আগে রাঞ্ঝনা ছবিতে ধনুষের সঙ্গে কাজ করেছেন তিনি। ওই ছবিতে সোনম কপূর, স্বরা ভাস্কর ছিলেন। তাঁর শেষ ছবি শাহরুখ খানের সঙ্গে। জিরোর পরিচালক তিনি। শাহরুখ ছাড়াও ওই ছবিতে ছিলেন ক্যাটরিনা কইফ, অনুষ্কা শর্মা।