মুম্বই:  শাহরুখ খান তাঁর জীবনের প্রথম টেড কনফারেন্সে গিয়ে কার্যত তাঁর ক্যারিশমা দিয়ে মোহিত করে দিলেন দর্শকদের। সেখানে তিনি জীবনের দীর্ঘ অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন। তিনি জানান, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তিনি প্রতিটি সময়ের পরিবর্তনকেও মন ভরে উপভোগ করে নিচ্ছেন। সেখানেই তিনি বলেন, ভারতীয়রা এখনও মনে করেন, তিনিই বিশ্বের শ্রেষ্ঠ প্রেমী। জানা গিয়েছে, টেড-এর কনফারেন্সে জায়ান্ট স্ক্রিনে কার্যত শাহরুখকে দেখার জন্যে দর্শকদের মধ্যে ধাক্কাধাক্কি পড়ে গিয়েছিল। টেড টক প্রসঙ্গে বাদশার মতামত, তিনি দীর্ঘদিন ধরে এই শোয়ের একনিষ্ঠ ভক্ত। তিনি আরও বলেন বলিউডে বহু তারকা আছেন, যাঁরা এই শোয়ে আসতে আগ্রহী। নিজেদের ভাবনা এখানে এসে ভাগ করে নিতে চান তাঁরা। তাই এখানে আসতে পেরে তিনি ভীষণই খুশি। এদিকে, টেড কিউরেটর অ্যান্ডারসনের দাবি, টেড টকস ইন্ডিয়া তাঁদের প্রতিষ্ঠানের অন্যতম উচ্চাভিলাষী প্রোজেক্ট।