মুম্বই: সত্তোরের দশকের অন্যতম সুদর্শন পুরুষ এবং রুপোলি পর্দায় জনপ্রিয় নায়ক বিনোদ খন্না গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিকেলে তাঁর শেষযাত্রায় সামিল ছিলেন তাঁর সমসাময়িক সময়ের প্রায় সমস্ত অভিনেতা-অভিনেত্রী থেকে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক এবং ছবি তৈরির সঙ্গে যুক্ত বিভিন্ন কলাকুশলীরা। কিন্তু খুব অদ্ভূতভাবেই বিনোদ খন্নার শেষযাত্রায় দেখা যায়নি এই প্রজন্মের কোনও তারকা, মহাতারকাকে। উপস্থিত ছিলেন না বলিউডের তিন খান যেমন শাহরুখ, আমির, সলমন। তেমনই দেখা যায়নি অক্ষয় কুমার, রণবীর সিংহ, প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনকে। অথচ এই যুগের বহু তারকার সঙ্গেই সাম্প্রতিককালে অভিনয় করেছিলেন বিনোদ খন্না।




বিনোদ খন্নার শেষযাত্রায় তাঁকে শেষশ্রদ্ধা না জানানোয় এই সমস্ত তারকাদের ‘তথাকথিত তারকা’ ছাড়া আর কিছু নয় বলে টুইটারে চাঁচাছোলা আক্রমণ ঋষি কপূরের। তিনি আরও বলেন এঁরা আসলে প্রত্যেকেই চামচা প্রকৃতির মানুষ।আগের রাতেই প্রিয়ঙ্কা চোপড়ার পার্টিতে সবাই উপস্থিত থাকতে পেরেছেন, কিন্তু একজন মানুষের শেষযাত্রা সামিল হওয়ার সময় পাননি তাঁরা।



এই ঘটনার থেকে তিনি নিজেও শিক্ষা নিয়েছেন, তাঁর শেষযাত্রাতেও এঁরা কেউ আসবেন না কাঁধ দিতে বলে মনে করেন তিনি। তবে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তাঁদের দুঃসময়ও একই ব্যবহার করা উচিত্ বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার বিনোদ খন্নার শেষযাত্রায় উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, অবিষেক বচ্চন, সুভাষ ঘাই, রমেশ সিপ্পি, সরোজ খান, ঋষি কপূর থেকে শুরু করে সেই সময়ের বহু মানুষ।