করোনার সংক্রমণ ঠেকাতে প্ল্যাস্টিক দিয়ে বাংলো 'মন্নত' ঘিরলেন শাহরুখ!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jul 2020 06:20 PM (IST)
বলিউড বাদশাহ শাহরুখ খানের বাংলো মন্নতের চারদিক প্ল্যাস্টিক দিয়ে ঘিরে দেওয়ার ছবি সামনে এসেছে। প্ল্যাস্টিক ঘেরা শাহরুখের বাংলোর ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই অনুমান করছেন যে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমনটা করা হয়েছে।
NEXT
PREV
মুম্বই: মহারাষ্ট্র ও মুম্বইয়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। বলিউডের কয়েকজন তারকাও আক্রান্ত হয়েছে। সুপারস্টার অমিতাভ বচ্চন সহ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের টেস্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত অভিষেক ও ঐশ্বর্যর মেয়ে আরাধ্যাও। অমিতাভ সব বচ্চন পরিবারের চারজন বর্তমানে নানাবতী হাসপাতালে চিকিত্সাধীন। রেখার বাংলোও সিল করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আশঙ্কিত সিনে মহল।
এরইমধ্যে বলিউড 'বাদশাহ' শাহরুখ খানের বাংলো মন্নতের চারদিক প্ল্যাস্টিক দিয়ে ঘিরে দেওয়ার ছবি সামনে এসেছে। প্ল্যাস্টিক ঘেরা শাহরুখের বাংলোর ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই অনুমান করছেন যে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমনটা করা হয়েছে। এই বাংলোতেই স্ত্রী গৌরি ও তিন সন্তানের সঙ্গে থাকেন শাহরুখ।
শাহরুখ তাঁর পাঁচ তলার একটি অফিস করোনা রোগীদের চিকিত্সার জন্য বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-কে দিয়েছেন।
বৃহন্মুম্বই মহানগরপালিকা রবিবার জানিয়েছে যে, মুম্বইয়ে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ১০৪৬ জন। সবমিলিয়ে বাণিজ্য নগরীতে করোনা আক্রান্তর মোট সংখ্যা ১০,১,২২৪। সক্রিয় আক্রান্তর সংখ্যা ২৩,৮২৮। মুম্বইয়ে সুস্থতার হার ৭০ শতাংশ। এখন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ৫৫ দিনে।
অন্যদিকে, দুই বছর পর রূপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে কিং খানের । তিনি রাজকুমার হিরানির সঙ্গে ইমিগ্রেশনের থিমের ওপর ভিত্তি করে একটি সোশ্যাল ড্রামার শ্যুটিং শুরু করবেন। লকডাউন ও আনলকডাউনের কারণে কোনও সমস্যা না থাকলে আগামী অক্টোবরে সিনেমার শ্যুটিং শুরুর সম্ভাবনা রয়েছে।
মুম্বই: মহারাষ্ট্র ও মুম্বইয়ে করোনাভাইরাসের দাপট অব্যাহত। বলিউডের কয়েকজন তারকাও আক্রান্ত হয়েছে। সুপারস্টার অমিতাভ বচ্চন সহ অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চনের টেস্ট পজিটিভ এসেছে। করোনা আক্রান্ত অভিষেক ও ঐশ্বর্যর মেয়ে আরাধ্যাও। অমিতাভ সব বচ্চন পরিবারের চারজন বর্তমানে নানাবতী হাসপাতালে চিকিত্সাধীন। রেখার বাংলোও সিল করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আশঙ্কিত সিনে মহল।
এরইমধ্যে বলিউড 'বাদশাহ' শাহরুখ খানের বাংলো মন্নতের চারদিক প্ল্যাস্টিক দিয়ে ঘিরে দেওয়ার ছবি সামনে এসেছে। প্ল্যাস্টিক ঘেরা শাহরুখের বাংলোর ছবি প্রকাশ্যে আসতেই অনেকেই অনুমান করছেন যে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এমনটা করা হয়েছে। এই বাংলোতেই স্ত্রী গৌরি ও তিন সন্তানের সঙ্গে থাকেন শাহরুখ।
শাহরুখ তাঁর পাঁচ তলার একটি অফিস করোনা রোগীদের চিকিত্সার জন্য বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-কে দিয়েছেন।
বৃহন্মুম্বই মহানগরপালিকা রবিবার জানিয়েছে যে, মুম্বইয়ে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত ১০৪৬ জন। সবমিলিয়ে বাণিজ্য নগরীতে করোনা আক্রান্তর মোট সংখ্যা ১০,১,২২৪। সক্রিয় আক্রান্তর সংখ্যা ২৩,৮২৮। মুম্বইয়ে সুস্থতার হার ৭০ শতাংশ। এখন আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে ৫৫ দিনে।
অন্যদিকে, দুই বছর পর রূপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটতে চলেছে কিং খানের । তিনি রাজকুমার হিরানির সঙ্গে ইমিগ্রেশনের থিমের ওপর ভিত্তি করে একটি সোশ্যাল ড্রামার শ্যুটিং শুরু করবেন। লকডাউন ও আনলকডাউনের কারণে কোনও সমস্যা না থাকলে আগামী অক্টোবরে সিনেমার শ্যুটিং শুরুর সম্ভাবনা রয়েছে।
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -