মুম্বই: তাঁকে বলিউডের কিং খান বলা হয়। সেই শাহরুখ খান বলেছেন, তাঁর এই গগণচুম্বী কেরিয়ারের জন্য তিনি সলমন খানের বাবা সেলিম খানের কাছে ঋণী। শাহরুখ বলেছেন, বলিউডে তাঁর সাফল্য ও খ্যাতির জন্য তিনি বিশিষ্ট চিত্রনাট্যকার সেলিম খানের কাছে কৃতজ্ঞ। সলমন খানের সঞ্চালনায় গেম শো ‘দশ কা দম ৩’-এর গ্র্যান্ড ফিনালে এসেছিলেন শাহরুখ।  সেখানে তিনি বলেছেন, বলিউডে অভিনয়ের জন্য মুম্বইতে এসেছিলেন তিনি। ওই সংগ্রামের দিনগুলিতে সলমনের বাড়িতেই খাওয়া-দাওয়া করতেন। সেলিম খান তাঁর খেয়াল রাখতেন। এই সব লোকজনের জন্য তিনি শাহরুখ খান হয়ে উঠতে পেরেছেন।


শাহরুখ আরও বলেছেন, সলমনের জন্যই এই শো-তে এসেছেন তিনি। আর সলমন তাঁকে যেখানে যেতে বলবেন, তিনি সেখানেই যাবেন।

শাহরুখ শো-তে অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে যোগ দেন। তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার স্মৃতি রোমন্থনও করেন। সিনেমায় সলমনকে অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল।

শাহরুখকে আনন্দ এল রায়ের ‘জিরো’ সিনেমায় ক্যাটরিনা কাইফ ও অনুষ্কা শর্মার সঙ্গে দেখা যাবে। অন্যদিকে, সলমন বর্তমানে ‘ভারত’ সিনেমার শ্যুটিং করছেন।