নয়াদিল্লি:  দিল্লির ভয়ঙ্কর ট্রাফিক জ্যামে ফাঁসলেন বলিউড বাদশা শাহরুখ খান। অনুষ্ঠানে পৌঁছাতে দেরী হল। কিন্তু শিকড় তো তাঁর দিল্লিতেই। তাই অনুষ্ঠানে দেরী হওয়ার কারণ বলতে গিয়ে কিং খানের ঠোঁটে হাসি আর বললেন, ‘যেমনই হোক, দিল্লি নিজের শহর’।
পিভিআর অনুপমে একটি অনুষ্ঠানে এসেছিলেন তিনি। বেশ কিছুক্ষণ পরে অনুষ্ঠানে পৌঁছে শাহরুখ ক্ষমা চেয়ে নিলেন সকলের কাছে। বলেন, যানজটের জন্যই পৌঁছাতে দেরী হল অনুষ্ঠানে। সেই সঙ্গে বললেন, ‘আমি কিন্তু ট্রাফিক জ্যাম নিয়ে কোনও অভিযোগ করছি না। দিল্লি আমার শহর। যেমনই হোক। আমার শহর দিল্লি।’

সিনেমার টিকিটের দাম বাড়ছে। তাঁর দায় এড়ালেন না কিং খান নিজেও। বললেন, ‘ছবি তৈরির খরচ বাড়ছে, সেই জন্য বাড়ছে টিকিটের দাম।’
শাহরুখ বলেন, ‘বিনোদনের অনেক মাধন্যম আছে। কিন্তু সিনেমা হলেই ছবি দেখার আসল রোমাঞ্চ উপলব্ধি করা যায়। আরও বেশ সিনেমা হলের প্রয়োজন আছে।’