নয়াদিল্লি: পাঁচ দিন ব্যাপী দীর্ঘ উইকেন্ড শেষ। কেমন ব্যবসা করল শাহরুখ খানের (Shah Rukh Khan) কামব্যাক ছবি 'পাঠান' (Pathaan)। বলাই বাহুল্য প্রথম চার দিনে বক্স অফিসে যে ঝড় তুলেছিল সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand) পরিচালিত এই ছবি, সেই ধারা অব্যাহত রইল পঞ্চম দিনেও। প্রত্যাশা মিটিয়ে রবিবারও দুর্দান্ত আয় করেছে 'পাঠান'-এর হিন্দি সংস্করণ (Hindi Version)।
প্রথম পাঁচ দিনে কত ব্যবসা করল 'পাঠান'?
বক্স অফিসে সুনামি তৈরি করেছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত 'পাঠান'। প্রথম থেকেই এই ছবি নিয়ে উত্তেজনা ছিল চরমে, যার বাস্তবায়ন হল বক্স অফিসে।
এদিন ফিল্ম সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ একটি পোস্টের মাধ্যমে ছবির দৈনিক আয়ের পরিমাণ জানিয়েছেন। তাঁর কথায় এই ছবির ব্যবসা 'অভাবনীয়' ও 'অবিশ্বাস্য' এবং ছবির প্রথম পাঁচ দিনের ব্যবসা 'ঐতিহাসিক'। গত বুধবার অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে 'পাঠান', প্রথম দিনেই এই ছবি ৫৫ কোটি টাকার ব্যবসা করেছে। এরপর বৃহস্পতিবার ৬৮ কোটি, শুক্রবার ৩৮ কোটি, শনিবার ৫১.৫০ কোটি ও রবিবার ৫৮.৫০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। অর্থাৎ সব মিলিয়ে দেশে এই ছবির হিন্দি সংস্করণ এখনও পর্যন্ত মোট ২৭১ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
অন্যদিকে, ছবির তেলুগু ও তামিল সংস্করণ মিলিয়ে বুধবার ২ কোটি, বৃহস্পতিবার ২.৫০ কোটি, শুক্রবার ১.২৫ কোটি, শনিবার ১.৭৫ কোটি ও রবিবার ২.২৫ কোটি টাকার ব্যবসা করেছে। যার মোট পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে ৯.৭৫ কোটি টাকায়।
অন্যদিকে বিশ্বজুড়েও 'পাঠান' ঝড় অব্যাহত। ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে মোট ৫৪২ কোটি আয় করল এই ছবি।
আরও পড়ুন: Pathaan News: একাধিক রেকর্ড, বক্সঅফিসে ঝড়, পাঠানের সাফল্য উদযাপনে নয়া চমক শাহরুখের
প্রসঙ্গত, করোনা অতিমারীর পরবর্তী সময়ে কোনও ছবিই বলিউডে এমন বিপুল ব্যবসা করতে পারেনি। একে চার বছর পর কিং খানের বড়পর্দায় প্রত্যাবর্তন, তার ওপর বক্স অফিসে ঝড়, সব মিলিয়ে উচ্ছ্বসিত বলিউড, আশাবাদী ট্রেড অ্যানালিস্টরাও। তাঁরা আশা করেছিলেন এই ছবির হাত ধরেই বলিউডের লক্ষ্মীলাভ হবে, আর তেমনই হচ্ছে দেখে উচ্ছ্বসিত সকলে।
ছবির এই বিপুল সাফল্যের মধ্যেই অনুরাগীদের ধন্যবাদ জানাতে গতকাল হঠাৎ মন্নতের ব্যালকনিতে হাজির হন শাহরুখ খান। আর তাঁকে দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। কালো ফেন্সিংয়ে উঠে অনুরাগীদের দিকে হাত নাড়েন শাহরুখ। কালো শার্ট প্যান্ট পরেছিলেন তিনি। অনুরাগীদের থেকে তাকিয়ে হাত নাড়েন, অনুরাগীরাও ফেটে পড়েন আনন্দে। পর্দা নয়, একেবারে অনুরাগীদের মধ্যেই প্রিয় তারকা।