মুম্বই: ধারাবাহিক ও বিজ্ঞাপনের শ্যুটিং শুরু হয়েছে আগেই। এবার ক্যামেরার সামনে ফিরলেন স্বয়ং বলিউডের কিং খান। নিজের বাসভবন মন্নতের ব্যালকনিতেই শ্যুটিং করলেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল সেই ভিডিও।

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ ছিল সমস্ত শ্যুটিং। বর্তমানে করোনার প্রকোপ কম না হলেও সমস্তরকম সতর্কীকরণ নিয়ে ফের শুরু হয়েছে শ্যুটিং। সীমিত সংখ্যর ক্রু নিয়েই ফের জমজমাট হয়ে উঠেছে বিভিন্ন ধারাবাহিক ও বিজ্ঞাপনের শ্যুটিং ফ্লোর। এবার ক্যামেরার সামনে অভিনয় করতে ফিরলেন শাহরুখ। তবে সম্ভবত সুরক্ষা বজায় রাখার জন্যই ফিরলেন না শ্যুটিং ফ্লোরে। নিজের বাড়ির ব্যালকনিতেই সারলেন শ্যুট।

কী বিষয়ে শ্যুটিং করছেন বলিউডের বাদশা এখনও প্রকাশ্যে আসেনি সে খবর। কিন্তু ব্যালকনিতে তাঁকে দেখা গেল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। শাহরুখের পরণে এদিন ছিল চেক শার্ট ও জিনস। ব্যালকনিতে নায়ককে দেখে যথারীতি উৎসাহী অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় শাহরুখের শ্যুটিং-এর ছোট্ট ক্লিপিংসটি।



শাহরুখের ফ্যান পেজ থেকে শেয়ার হয়েছে এই ভিডিওটি। সেই সঙ্গে লেখা হয়, 'কিং খান নিজের বাড়ির ব্যলকনিতে বেরিয়ে এসেছেন। কি হচ্ছে কেউ কি আন্দাজ করতে পারছেন?' তাঁকে ফের রুপোলি পর্দায় ফেরার ভক্তদের আবেদনে ভেসে যায় কমেন্ট সেকশন।